BY- Aajtak Bangla
30 April 2024
বাংলা এবং ওড়িয়া ছবির সুপারহিট নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায়। বহু সফল ছবির নায়িকা তিনি।
এই প্রথমবার ভোটে লড়ছেন রচনা। হুগলি কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী তিনি।
প্রার্থী হিসাবে নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন রচনা। হলফনামা অনুযায়ী, রচনার সম্পত্তির পরিমাণ চোখধাঁধানো। জেনে নিন, কত টাকা রয়েছে তাঁর...
হলফনামা অনুযায়ী জানা গিয়েছে, ২০২২-২৩ অর্থবর্ষে রচনার আয়ের অঙ্ক ৩ কোটি ১১ লক্ষ ২২ হাজার ৮০ টাকা। এই অর্থবর্ষে রচনার স্বামী প্রবাল বসুর আয় ২ লক্ষ ৩৯ হাজার ২৪০ টাকা। .
২৯ এপ্রিল পর্যন্ত রচনার হাতে নগদ টাকা রয়েছে দেড় লক্ষ টাকা।
রচনার ২টি গাড়ি রয়েছে। ২০১৯ সালে কেনা একটি গাড়ির দাম ৮ লক্ষ ৬৩ হাজার টাকা। ।
২০২২ সালে রচনার কেনা আর একটি গাড়ির দাম ১১ লক্ষ ১৯ হাজার ৯০০ টাকা। ।
রচনার মোট গয়না রয়েছে ৯৫৫ গ্রামের। যার বাজারমূল্য প্রায় ৪৭ লক্ষ ৯২ হাজার ৪৪ টাকা। ।
রচনার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৮ কোটি ১৬ লক্ষ ৭১ হাজার ৭৭৩.৭১ টাকা। ।
মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ১৪ কোটি ৭০ লক্ষ ৫৪ হাজার ৩৫১ টাকা। ।