BY- Aajtak Bangla

ছোট্ট 'উমা' এখন লেডি, যিশুর মেয়েকে দেখে চিনতে পারবেন না

28 AUGUST, 2023

সারা সেনগুপ্তকে চেনেন? পরিচয়ে স্টারকিড সে। যিশু-নীলাঞ্জনার বড় মেয়ে সারা।

তবে ছোট্ট বয়সেই সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন সারা। এখনও প্রাপ্তবয়স্ক হয়নি সে।

তবু ফ্যাশানিস্তা সারা টলিউডের তারকা সন্তানদের তালিকায় অন্যতম প্রধান সেনসেশন।

ইনস্টাগ্রামে ইতিমধ্যেই তার অনুরাগীর সংখ্যা ছাড়িয়েছে ৩১ হাজার। সেখানেই জীবনের দৈনন্দিন খুঁটিনাটি শেয়ার করে নেয় সারা।

সারার ফ্যাশন সেন্স দেখবার মতো। খুব বেশি সাজে না সে। তবে সেলফি তুলতে খুব ভালোবাসে সারা।

নেটিজেনদের মতে সারার চোখই নাকি তাঁর ইউএসপি। পছন্দ উইঙ্গড আইলাইনার।

২০১৮ সালে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'উমা' দিয়ে ডেবিউ হয় তার। ছবিতে সে ছিল নাম ভূমিকায়।

তবে যিশু ও নীলাঞ্জনা চায়নি মেয়ে অভিনয় করুক। কিন্তু সারার ভালো লাগে এই ছবির গল্প। তাই মেয়েকে অভিনয় করতে দেন মা-বাবা।

'উমা'র পর আর কোনও সিনেমায় তাকে দেখা যায়নি। এখন পড়াশোনাতেই মন দিয়েছে সারা।

তবে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চর্চা চলেই। ভবিষ্যতে সারা অভিনয় করবে কিনা সেটা সময়ের অপেক্ষা।