8th October, 2023
BY- Aajtak Bangla
টলিউড তথা টেলি পাড়ার এখন পরিচিত মুখ অনুষা বিশ্বনাথন। খুব অল্প সময়ের মধ্যেই অভিনেত্রী তাঁর পরিচিতি তৈরি করে নিয়েছে।
অনুষাকে এখন জল থই থই ভালোবাসা সিরিয়ালে দেখা যাচ্ছে। অভিনয়ের পাশাপাশি অনুষার স্টাইল স্টেটমেন্ট সকলের থেকে আলাদা।
বয়স অল্প হওয়ার কারণে ড্রেস থেকে শাড়ি সবেতেই নিজেকে সাজিয়ে তুলেছেন তিনি।
তাই এই পুজোতে অনুষার এই স্টাইল ফলো করতেই পারেন।
ষষ্ঠীর দিন একেবারে ক্যাজুয়াল চাইলে অনুষার মতো নীল রঙের টপ আর প্যান্ট পরতেই পারেন। সঙ্গে এভাবে ব্যাগ ক্যারি করলে লুকসটা কুল লাগবে।
সপ্তমীর দিন এরকম আজরকি প্রিন্টের লং গাউন ভালোই লাগবে। সঙ্গে চুল খোলা ও ঝোলা দুল। চোখ ফেরাতে পারবে না কেউই।
অষ্টমীর সকালে অঞ্জলি দেওয়ার সময় অনুষার এই শাড়ির মতো কোনও হালপকা শাড়ি পড়তে পারেন। সঙ্গে একেবারে নো মেকআপ ও কপালে টিপ।
অষ্টমীর রাত জমে উঠুক এই সি গ্রিন রঙের শাড়িতে। সাবেকী নয়, বরং একটু মর্ডান লুকস রাখুন। জাঙ্ক জুয়েলারিতে সাজিয়ে নিন নিজেকে। পুজোয় নজর কাড়বেন আপনি।
অনেকেই পুজোতে একেবারে ক্যাজুয়াল থাকতে চান। তাই অনুষ্কার মতো ক্রপ টপ ও প্যান্ট পরতেই পারেন। লুকস থাক একেবারে সিম্পল।
নবমীর রাতে এ রকম সাদা রঙের ডিজাইনার শাড়ি আর সঙ্গে এরকম গোলাপি রঙের ব্লাউজ পরতে পারেন। মিনিমাম মেকআপ রাখুন। পাথরের সেট পরুন।
দশমী মানেই বিষাদের সুর। তবে আবার আগামী পুজোর অপেক্ষা। তাই সাদা-লাল পাড়ে না গিয়ে একটু অন্যরকম শাড়ি পরতেই পারেন। যেমনটা অনুষা পরেছেন।
তবে যাঁরা একেবারে শাড়ি পছন্দ করেন না পরতে তাঁরা পুজোর সময় অনুষার মতো এই ধরনের ড্রেসও পরতে পারেন।