06 October, 2023

BY- Aajtak Bangla

ঠাকুর দেখাবে এই স্পেশাল ট্রাম, চোখ ধাঁধানো

ঠাকুর দেখাবে এই স্পেশাল ট্রাম, চোখ ধাঁধানো

এবার পুজোয় চলবে ট্রাম। ঐতিহ্যবাহী ট্রামে চেপে কলকাতার পুজো দেখতে অনেকেই চান। বয়স্ক মানুষদের মধ্যে এই চাহিদাটা বেশি। কেননা তাঁরা পুজোর ভিড়ে চলতে পারেন না। 

এবার ট্রাম চালানো হবে দুর্গোৎসবে। রাজ্য পরিবহণ দপ্তর সূত্রে এমনটা জানানো হয়েছে। আর এই সিদ্ধান্তের জেরে ট্রামে ঘুরে শহরের বিভিন্ন মণ্ডপের পুজো দেখা যাবে।

। রাস্তার ভিড় এড়িয়ে পুজো দেখতে অনেক বিদেশি ট্রামকে বেছে নিতে পারেন বলে মনে করছে পরিবহণ দপ্তর।  নতুন বছর পর্যন্ত টালিগঞ্জ-বালিগঞ্জ রুটে ট্রামটি চলবে।

যৌথভাবে উদ্যোগটি নিয়েছে পশ্চিমবঙ্গ পরিবহন কর্পোরেশন (WBTC) এশিয়ান পেইন্টস এবং XXL কালেকটিভ।

প্রথম বগির বাইরের অংশে কুমারটুলিকে সম্মান করে হাতে আঁকা শিল্পকর্মগুলি ক্যাপচার করা হয়েছে - উত্তর কলকাতার ঐতিহ্যবাহী কুমোরদের কোয়ার্টার যেখানে দুর্গা মূর্তিগুলি ভাস্কর্য করা হয়৷

রয়েছে সিঁদুরখেলা এবং ধুনুচি নাচের ছবি। বগির ভেতরে রয়েছে বেতের বসার জায়গা, আলপনা শিল্প এবং একটি মিউজিয়াম-স্টাইলের ভিজ্যুয়াল আখ্যান সহ পুজোর সাজসজ্জা।

দ্বিতীয় বগিতে পা রাখা যাত্রীদের কলকাতার একটি ঐতিহ্যবাহী স্থানে নিয়ে যায়, যা কলকাতার বিলাসবহুল আবেদনকে প্রতিফলিত করে। 

দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পুজো উপভোগ করতে পারে সে কারণেই এই বিশেষ উদ্যোগ পরিবহণ দপ্তরের। 

রাস্তার ভিড় এড়িয়ে পুজো দেখতে অনেক বিদেশি ট্রামকে বেছে নিতে পারেন বলে মনে করছে পরিবহণ দপ্তর। চলতি মাস থেকে নতুন বছর পর্যন্ত টালিগঞ্জ-বালিগঞ্জ রুটে ট্রামটি চলবে।