BY- Aajtak Bangla
24 OCTOBER, 2023
পুজোর চারদিনই দারুণভাবে মজা করেছেন টলি পাড়ার সব তারকারা।
ষষ্ঠী থেকে নবমী একেক দিন নিত্য নতুন পোশাকে ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়।
বিজয়া দশমীতে মায়ের যাওয়ার পালা আর এইদিন চোখের জলে বিদায় জানাতে হয় মাকে।
তবে মাকে বরণ করার ফাঁকে সিঁদুর খেলার মাতলেন টলি পাড়ার অভিনেত্রীরা।
এ বছরের পুজো খুবই বিশেষ রাজ-শুভশ্রীর কাছে। কিছুদিন পরই নতুন অতিথি আসবে। পুজো এবার খুব সাবধানে কাটিয়েছেন শুভশ্রী, পাড়াতেই সিঁদুর খেললেন সকলের সঙ্গে।
শুধু সিঁদুর খেলাই নয়, জমিয়ে নাচলেও দেবলীনা কুমার। লাল পাড় সাদা শাড়ির সাবেকি সাজে রাঙা মুখ, তাই নিয়েই চলল দেদার নাচ। ।
এ বছর হাজরা পার্ক সর্বজনীনের পুজোয় সিঁদুর খেললেন অপরাজিতা আঢ্য। নিষ্ঠাভরে করলেন মাকে বরণও।
মাকে বরণ করতে দেখা গিয়েছে অভিনেত্রী ও তৃণমূল নেত্রী জুন মালিয়াকেও। সেই ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে।
হাতে শাখা-পলা, সিঁথিতে সিঁদুর দেখে মনে হতেই পারে কবে বিয়ে হল ঊষসীর। তবে এটা পুরনো ছবি। তিনি এই পোস্ট করে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন।
হাজরা পার্ক সর্বজনীনের পুজোয় এসে তৃণমূল নেত্রী-অভিনেত্রী সায়নীও মাকে বরণের পর সিঁদুর খেলেন সকলের সঙ্গে।
সিঁদুর খেললেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা মিমও। ঠাকুর বরণ থেকে শুরু করে সিঁদুর খেলা সবেতেই অংশ নিলেন তিনি।
পুজোর চারদিন নিজের আবাসনেই কাটিয়েছেন মিমি। মায়ের বিসর্জনের আগে মাকে বরণ করতে দেখা গেল অভিনেত্রীকে। এরপর খেললেন সিঁদুরও।
সিঁদুর খেললেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীও। সেই ছবি পোস্ট করেছেন তিনি সোশ্যাল মিডিয়া পেজে।