1st October, 2023

BY- Aajtak Bangla

পুজোয় সিম্পল থাকতে চান, তাহলে ট্রাই করুন ইশার ক্যাজুয়াল শাড়ি লুকস

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইশা সাহা। তাঁর অভিনয় যেমন সুন্দর তেমনি তাঁর ফ্যাশনও সকলের চেয়ে একেবারে আলাদা।

ইশা বরাবরই সিম্পল ও ক্যাজুয়াল থাকতেই ভালোবাসেন। তাঁর ওয়েস্টার্ন থেকে ইন্ডিয়ান সব ফ্যাশনেই রয়েছে একেবারে সাদামাটা ছাপ।

ইশার এই স্টাইল আপনি পুজোতেও ট্রাই করতে পারেন। বিশেষ করে যাঁরা একটু ক্যাজুয়াল থাকতে পছন্দ করেন।  

ষষ্ঠীতে যদি চান একেবারে সিম্পল সাজতে তাহলে ইশার মতো এ রকমের কালো হ্যান্ডলুম শাড়িতে সেজে নিতে হবে। সঙ্গে গোলাপি রঙের ব্লাউজ আর এরকম ঝুমকো আপনার সাজকে আরও বাড়িয়ে দেবে। 

সপ্তমীর দিন এরকম কলমকারী শাড়ি আর সঙ্গে কালো ব্লাউজে যদি সেজে ওঠেন। চোখ থাকবে আপনার ওপরই। খোলা চুল ও নাকে এই রকম নোজপিনও পরতে পারেন

অষ্টমীর সকালে অঞ্জলি দেওয়ার সময় এরকম লাল-সাদা হ্যান্ডলুম শাড়ি ও লাল রঙের এমব্রয়ডারি ব্লাউজ পরে নিতে পারেন।  খোলা চুল ও জাঙ্ক জুয়েলারিতে একেবারে অন্যরকম দেখতে লাগবে আপনাকে। 

অষ্টমীর রাতে যদি এরকম সাদা নেটের শাড়িতে সাজতে পারেন, তাহলে সকলের চোখ আপনার দিকেই আটকে থাকবে। চুলের এই সাদা গোলাপ আপনার ব্যক্তিত্বকে আরও বাড়িয়ে দেবে। 

নবমীর সকালে মধুবনী প্রিন্টেড শাড়িতে দারুণ সুন্দর লাগবে এভাবে যদি সাজেন। সকলের থেকে একেবারে হটকে হবে আপনার স্টাইল

পুজোর শেষদিনের রাতে নিজেকে সাজিয়ে নিন এরকম একটি শাড়িতে। সিম্পল অথচ এলিগ্যান্ট এই শাড়ি লুকস পুজোটাকে অন্যরকম করে তুলবে। 

দশমীর দিন সকলের চেয়ে নিজেকে একটু অন্যধরনের যদি দেখাতে চান তবে এই ধরনের শাড়িতে দেবী বরণ করতে যেতেই পারেন। সিঁদুর খেলার পর আপনার এই লুকস আরও সুন্দর হয়ে উঠবে।