BY- Aajtak Bangla
19 SEPTEMBER, 2023
গোটা দেশজুড়েই পালন হচ্ছে গণেশ চতুর্থী। বাড়িতে বাড়িতে গণেশজির পুজো হচ্ছে নিষ্ঠা সহকারে।
বলিউডের মতো টলিউডের অনেক তারকাই বাড়িতে গণেশ পুজোর আয়োজন করেছেন।
এই বছর প্রথমবার বাড়িতে গণপতি বাপ্পাকে নিয়ে আসলেন শ্রাবন্তী। তাঁরই আরাধনায় ব্যস্ত অভিনেত্রী।
নিজের হাতে খিচুড়ি-লুচি ভোগ রান্না করেও দিলেন অভিনেত্রী।
অভিনেত্রী মনামী ঘোষকেও দেখা গেল গণেশ উৎসবের আমেজে ভাসতে। মহারাষ্ট্রের স্টাইলে সেজে হাতে গণেশ নিয়ে ফটোশ্যুটও করেন তিনি।
হাতে পুজোর থালা সাজিয়ে, গণপতিকে নিজের কোলে বসিয়ে নেন মনামী। অভিনেত্রীকে দারুণ সুন্দর লাগছিল।
গণেশ চতুর্থীতে বিঘ্নহর্তার পুজো করেছেন যশও। নিষ্ঠা সহকারে গণপতি বাপ্পার পুজো করেন তিনি, সেই ভিডিও শেয়ার করেছেন অভিনেতা।
অভিনেত্রী ঊষসী রায় তাঁর বাড়িতে গণেশ পুজোর আয়োজন করেছেন। ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
ঋতুপর্ণা সেনগুপ্ত সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন।
কার কাছে কই মনের কথা খ্যাত বাসবদত্তা নিজের বাড়িতে ছোট করে গণেশ পুজো করেছেন। তার ছবিও দিয়েছেন।
জাঁকজমকের সঙ্গে দেব পুজ করলেন গণেশ পুজোর। এলাহি ব্যবস্থা ছিল গণপতি আরাধনায়।
অভিনেতা যিশু সেনগুপ্তের বাড়িতেও গণেশ পুজো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েছেন অভিনেতা।
অভিনেত্রী জুন মালিয়া গণেশ পুজোতে গিয়েছেন কোনও। সেখানেই মঙ্গল কামনার জন্য আশীর্বাদ নিলেন।
রাঙা বউ খ্যাত শ্রুতি দাসও তাঁর বাড়িতে ছোট করে গণু বাবার পুজোর আয়োজন করেছেন।
পরিচালক অরিন্দম শীলের বাড়িতে গণেশ পুজো হয়েছে। পরিচালক শেয়ার করেছেন ছবি।