20 FEBRUARY 2025
BY- Aajtak Bangla
নাভিতে এই জিনিস ১ ফোঁটা, ফাঁকা টাকে গজাবে গুঁড়ি গুঁড়ি চুল
চুল কালো রাখলেই হবে না। টাকে চুল থাকাও জরুরি।
চুল রং করতে হাজার হাজার টাকা খরচ করছেন অনেকে। কিন্তু জানেন এই এক তেল নাভিতে লাগালে চুল উপচে পড়ে।
অকালে চুল পড়া, খুশকি এরকম নানা অসুবিধার সম্মুখীন হন প্রায় সবাই।
রক্ত সঞ্চালন ঠিক না থাকলে চুলের সমস্যা দেখা দেয়। কিন্তু নাভিতে তেল দিয়েও এই মুশকিল আসান হতে পারে।
নাভিতে সর্ষের তেল এবং আমন্ড তেল ব্যবহার করলে ফল পাবেন হাতে নাতে।
সর্ষের তেলে থাকা ভিটামিন চুল কালো করার ক্ষেত্রে কার্যকরী। নাভিতে তেল দিয়ে ঘুমোলে চুলের রং সাদা হওয়ার হাত থেকে বাঁচায়। এছাড়াও, এই তেল চুল মজবুত করতে এবং উজ্জ্বল করতে সাহায্য করে।
আমন্ড তেলে ভিটামিন ই, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম থাকে যা চুল কাল করার ক্ষেত্রে বিশেষ উপকারী। এই তেল নাভিতে দিলে চুল নরম হয়। এই তেল রক্ত সঞ্চালন ঠিক রাখতেও কাজ দেয় খুব।
তবে এখানে বলা পদ্ধতিগুলো মানার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।