21 November, 2023

BY- Aajtak Bangla

থোকা থোকা ডালিয়া ফুটবে টবে, রইল সিক্রেট টিপস

বাড়িতে ফুলগাছ রাখতে ভালবাসেন অনেকেই ।

সিঙ্গেল, ডবল শো ফ্যান্সি, রেড মনার্ক, ক্যাকটাস, স্টার প্রভৃতি উন্নত মানের ডালিয়া দেখতে পাওয়া যায়।

ডালিয়ার জন্য সবার আগে প্রয়োজন বড় টবের।

নার্সারি থেকে নিয়ে আসতে পারেন ডালিয়ার বীজ বা ছোট চারা।

তারপর দোআঁশ মাটিতে লাগিয়ে ফেলুন গাছ।

গাছের সঙ্গে কোনো শক্ত কাঠি বেঁধে দিতে পারেন।

কিছুদিন পর গাছের গোড়ায় দিতে পারেন সার ।

মাঝে মাঝে একটু গাছের ডগা ছেঁটে দিলে দারুণ ফুল হবে গাছে।