BY- Aajtak Bangla
19 February, 2024
দ্বিতীয় স্ত্রী পিঙ্কির সঙ্গে আইনি ডিভোর্সের একমাসের মাথায় প্রেমিকা শ্রীময়ীর সঙ্গে আইনি বিয়ে সারেন কাঞ্চন।
এই মুহূর্তে কাঞ্চন ও শ্রীময়ীর বিয়ের খবরে সরগরম টলিপাড়া। আচমকাই এই বিয়ে সারেন চর্চিত জুটি।
জানা গিয়েছে, ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্সের দিনই আইনি বিয়ে করে নেন কাঞ্চন-শ্রীময়ী।
৫৩ বছরের কাঞ্চনের সঙ্গে ২৭ বছরের শ্রীময়ীর গদগদ প্রেম। তাঁদের ভালোবাসায় বয়স কোনদিনই বাধা হয়নি।
কীভাবে প্রেমে পড়েন কাঞ্চন-শ্রীময়ী? জানুন সেই গল্প।
উত্তরপাড়ার নির্বাচিত তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। অপরদিকে দলে আনুষ্ঠানিক ভাবে যোগ না দিলেও তৃণমূল ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত শ্রীময়ী।
নির্বাচনের সময়ে তৃণমূলের হয়ে প্রচার করতেও দেখা গিয়েছিল তাঁকে। গুঞ্জন শোনা যাচ্ছে রাজনীতির সূত্রেই নাকি দুজনের এই ঘনিষ্ঠতা।
শ্রীময়ী ও কাঞ্চনের চেনাজানা গত ১৩ বছর ধরে। এমনকি কাঞ্চনের স্ত্রী পিঙ্কিও তাঁকে চেনেন। শোনা যায়, নির্বাচনের প্রচারের সময়ই কাঞ্চন ও শ্রীময়ী কাছাকাছি আসেন।
সেই সময় বিবাহ বহির্ভূত সম্পর্কের গুঞ্জন শোনা যায় কাঞ্চনের নামে। তবে বিষয়টা প্রকাশ্যে আসে কাঞ্চনের স্ত্রী পিঙ্কির অভিযোগের ভিত্তিতে।
পিঙ্কি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। ফাঁস করেন কাঞ্চন-শ্রীময়ীর পরকীয়ার কথা।
এরপরই পিঙ্কি ও কাঞ্চন আলাদা থাকতে শুরু করেন এবং তাঁদের ডিভোর্স মামলা চলতে শুরু করে আদালতে।
তখন থেকেই শ্রীময়ী ও কাঞ্চনের সম্পর্ক সকলের সামনে আসতে শুরু করে। মুভি ডেট থেকে কাঞ্চনের বাড়ির পুজো, সবেতেই উজ্জ্বল উপস্থিতি শ্রীময়ীর।
১০ জানুয়ারি পিঙ্কির সঙ্গে ডিভোর্সের পরই তড়িঘড়ি আইনি বিয়ে সেরে ফেললেন কাঞ্চন-শ্রীময়ী।