BY- Aajtak Bangla
11 November, 2023
প্রতি বছর কালীপুজোর দিনে বাজির কারণে দূষিত হয় পরিবেশ। তার এবছর কালীপুজোয় পোড়ানো হবে শুধুমাত্র ‘গ্রিন ক্র্যাকার’ বা পরিবেশবান্ধব বাজি।
তাও আবার রাত ৮ টা থেকে ১০ টার মধ্যে পোড়ানো যেতে হতে পারে বাজি।
কিন্তু আপনি যেটা পোড়াচ্ছেন সেটা যে গ্রিন ক্র্যাকার তা বুঝবেন কীভাবে ? জানুন এই ভাবে।
গুগল প্লে স্টোরে গিয়ে Green QR (CSIR|NEERI) বলে সার্চ করুন। (NEERI বলে সার্চ করলেও চলে আসবে।
সেই অ্যাপ নিজের ফোনে ইনস্টল করুন।
নাম, ইমেল আইডি, ফোন নম্বর এবং জন্মতারিখ দিন। ‘Register Device’ করুন।
‘Scan QR’ করুন।
তারপর বাজির প্যাকেটে যেখানে 'QR Code' আছে, সেখানে নিজের ফোনের ক্যামেরা তাক করে স্ক্যান করুন।
সেই স্ক্যানের পরেই উত্তর পেয়ে যাবেন, আপনি যে বাজি কিনেছেন বা কিনতে চলেছেন, তা আদৌও ‘গ্রিন ক্র্যাকার’ কিনা।
দেশের অধিকাংশ ‘গ্রিন ক্র্যাকার’ কারখানাই রয়েছে তামিলনাড়ুতে তা ছাড়া হায়দ্রাবাদ , উত্তরপ্রদেশের মতো রাজ্যেও । সেখান থেকেই পশ্চিমবঙ্গে ‘গ্রিন ক্র্যাকার’ নিয়ে আসা হয়েছে এইবার।