30 JUNE, 2023
BY- Aajtak Bangla
টলিপাড়ায় যেমন নতুন সম্পর্ক গড়ছে, বহু সম্পর্কে ভাঙনও ধরছে।
এবার প্রকাশ্যে অভিনেতা জিতু কমল ও নবনীতা দাসের সম্পর্কে টানাপোড়েন।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন নবনীতা।
জিতুর সঙ্গে একটি ছবি শেয়ার করে, তাঁর উদ্দেশ্যে একটি আবেগঘন খোলা চিঠিতে লিখেছেন তিনি।
পোস্টে তিনি লেখেন, "আর টাওয়েল শেয়ার হবে না, সানস্ক্রিন ভাগাভাগি হবে না... শেষটা না হয় এভাবেই হোক, ভাল থেকো জিতু কমল।"
জিতু ফেসবুকে কিছুদিন আগে লেখো, "ভালোবাসার পোশাক বদল হলে তা বড়ই বিরহের।"
এই বিষয় তাঁদের দু'জনকেই যোগাযোগ করার চেষ্টা করা হয়। তবে দু'জনের ফোন বেজে যায়।
সংবাদমাধ্যমকে নবনীতা জানান, তিন মাস ধরেই আলাদা ছিলেন তাঁরা। বর্তমানে তাঁর পক্ষে এটা বোঝা হয়ে দাঁড়িয়েছিল।
জুটির বিবাহ বিচ্ছেদের আইনি প্রক্রিয়া এগিয়ে গিয়েছে অনেকটাই। তবে এখনও ডিভোর্স শংসাপত্র আসেনি।