BY- Aajtak Bangla
19 January, 2024
কামারহাটির বিধায়ককে হঠাৎ পুলিশ কমিশনারের আসনে দেখলে একটু ঘাবড়ে যাবেই বই কি।
বিধায়ক থেকে একেবারে খাঁকি পোশাক পরে মদন মিত্র হাজির পুলিশ কমিশনারের চেয়ারে। সেই ছবি সামনে আসতেই শোরগোল নেট দুনিয়ায়।
তবে পুরোটাই রিল লাইফে, রিয়্যালে নয়। বিধায়ক রয়েছেন তাঁর জায়গাতেই। মদন মিত্র তাঁর দ্বিতীয় সিনেমায় পুলিশ কমিশনারের চরিত্রে অভিনয় করছেন।
যশ ও নুসরতের প্রযোজনায় ও বাবা যাদব পরিচালিত সেন্টিমেন্টাল সিনেমায় পুলিশ কমিশনারের চরিত্রে দেখা যাবে মদন মিত্রকে।
এই ছবির ট্রেলারের শেষে দেখা গিয়েছে মদন মিত্রকে। যেখানে তিনি যশের উদ্দেশে বলছেন, ‘‘রঘুনাথপুরে তোমার যে ‘মেন্টাল’ সুনামটা আছে, এটা সঙ্গে নিয়েই যেয়ো না।’’
এই ছবিতে পুলিশ কমিশনারের চরিত্রে অভিনয় করেছেন মদন। তাঁর চরিত্রটি মজাদার বলেই জানা গিয়েছে।
এর আগে হরনাথ চক্রবর্তীর ওহ লাভলি সিনেমায় মদন মিত্রের ডেবিউ হয়। আর মদন মিত্রের সঙ্গে ওহ লাভলি কথার গভীর যোগ রয়েছে।
রাজনৈতিক ব্যস্ততা থাকা সত্ত্বেও মদন মিত্র এককথাতেই নুশরত-যশের সেন্টিমেন্টাল ছবির জন্য রাজি হয়ে যান।
শ্যুটিং ফ্লোরে সঠিক সময়ে এসে শ্যুটিং শেষ করেই মদন মিত্র বেরোতেন বলে জানা গিয়েছে।