BY- Aajtak Bangla
19 November, 2023
প্রকাশ্যেও চলে এসেছে কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের ছবি।
দুজনকেই বর-কনে বেশে দেখা যাচ্ছে ছবিতে।
-সাবুদ পর্ব মিটতেই হল নিয়মমাফিক মালাবদল। চওড়া হাসি দুই পরিবারের মুখে।
পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক দশকের দাম্পত্যে কাঞ্চন চিরতরে ইতি টেনেছেন গত ১০ই জানুয়ারি।
শোনা যাচ্ছিল দ্রুতই বিয়ে সেরে নেবেন কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজ জুটি।।
টলিপাড়ায় তাঁদের সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও, দু'জনের কেউই এবিষয় সিলমোহর দেননি আগে।
এতদিন বন্ধু বলেই এড়িয়ে গিয়েছিলেন। তবে ধীরে ধীরে যেন গোপনীয়তা আলগা করছিলেন।
অতীত ভুলে আপাতত সোনালি ভবিষ্যতের স্বপ্ন দেখছেন দুজনে।