22 January, 2024
BY- Aajtak Bangla
রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের দিন একেবারে নতু বউয়ের মতো সেজে উঠেছে গোটা অযোধ্যা নগরী। কঙ্গনা রানাওয়াত এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ইতিমধ্যেই অযোধ্যা পৌঁছে গিয়েছেন।
রামমন্দিরের বাইরে থেকে কঙ্গনা তাঁর ছবি শেয়ার করেছেন। ছবিতেই দেখা যাচ্ছে যে ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দির।
প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের জন্ কঙ্গনা একেবারে রেডি হয়ে গিয়েছেন। এই অনুষ্ঠানের জন্য তিনি বিশেষ শাড়ি পরেছেন। শুধু তাই নয়, কঙ্গনার ব্লাউজের ডিজাইন নিয়েও খুব চর্চা হচ্ছে।
কঙ্গনার ব্লাউজের স্লিভে গোটা পট্টি থেকে স্বাগত মালাটির প্রতীকি ছবি তৈরি করা। একবার দেখলে মনে হবে এটা দ্বারকাধীশের ছবি।
কঙ্গনার শাড়িতেও এই স্বস্তিক চিহ্ন আঁকা। এই বিশেষ পোশাকটি থেকে স্পষ্ট যে বলিউড কুইন রামকে স্বাগত জানাতে বিশেষ প্রস্তুতি নিয়ে এসেছেন।
লাল রঙের জরির কাজ করা শাল দিয়ে নিজের লুকস সম্পূর্ণ করেছেন কঙ্গনা। এর সঙ্গে সবুজ রঙের ডবল লেয়ারযুক্ত নেকলেস, ম্যাচিং কানের দুল ও ব্রেসলেটে কঙ্গনাকে রাজকুমারীর চেয়ে কম কিছু লাগছে না।
এই শাড়ির সঙ্গে কঙ্গনার কপালের টিপ ও মানানসই মেকআপ তাঁকে আরও সুন্দর করে তুলেছে।
কঙ্গনা ছাড়াও অযোধ্যায় পৌঁছেছেন বলিউড একাধিক তারকারাও।
রণবীর কাপুর ও আলিয়া ভাটকেও দেখা গিয়েছে রামমন্দিরে। আলিয়ার নীল রঙের শাড়িতে বর্ণিত রামায়ণের কাহিনি।
ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, মাধুরী দীক্ষিত, সুভাষ ঘাই, হেমা মালিনী, বিবেক ওবেরয়, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন সহ চাঁদের হাট বসে গিয়েছে অযোধ্যায়।
সকলেই অপেক্ষা করছেন এই ঐতিহাসিক মুহূর্তের জন্য।