8 JULY 2025

BY- Aajtak Bangla

'বাড়ি-গাড়ি চাই,' রাজনীতিতে এসে কপাল চাপড়াচ্ছেন কঙ্গনা

রাজনীতিতে আর মন বসছে না কঙ্গনা রানাওয়াতের। বছর ঘুরতে না ঘুরতেই মোহভঙ্গ হল অভিনেত্রী। 

২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে হিমাচলপ্রদেশের মান্ডি কেন্দ্রের সাংসদ নির্বাচিত হয়েছিলেন কঙ্গনা।

বিলাসিতা পছন্দ কঙ্গনার। তিনি বলেন, 'আমি স্বার্থপর। আমি চাই, আমার বড় বাড়ি হোক-গাড়ি হোক, প্রচুর হিরে থাকুক, আমাকে দেখতে সুন্দর লাগুক।'

জানি না, ঈশ্বর কেন আমাকে রাজনীতির জন্য বেছে নিয়েছেন। কিন্তু আমি এত বড় ত্যাগ করতে চাই না। বললেন অভিনেত্রী। 

রাজনীতি নিয়ে কোনও উচ্চাকাঙ্ক্ষা নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন কঙ্গনা।

রাজনীতির জগতে উন্নতি করার মতো গুণাবলী তাঁর মধ্যে নেই বলেই মনে করছেন জনপ্রিয় এই বলি তারকা।

কঙ্গনা প্রার্থনা করেন, ঈশ্বর যেন তাঁকে কখনও প্রধানমন্ত্রী না করে দেন।

অভিনেত্রীর বক্তব্য, 'আমার মনে হয় না প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা আমার রয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে নিষ্ঠা ও ইচ্ছের প্রয়োজন, তা-ও আমার নেই।'

একাধিক বার বিভিন্ন ইস্যুতে কঙ্গনার মন্তব্যে বেজায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। জেপি নাড্ডার ফোন পেয়ে ক্ষমাও চাইতে হয়েছে মান্ডির সাংসদকে।