BY- Aajtak Bangla
12 MARCH, 2025
করিনা কাপুর খান তাঁর কেরিয়ারে অনেক সুপারহিট ছবি করেছেন। কিন্তু তিনি অন্তরঙ্গ দৃশ্য থেকে দূরে থাকেন।
একটি সাক্ষাৎকারে অভিনেত্রী স্বীকার করেছেন যে, তিনি এই দৃশ্যগুলিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তাঁর মতে, ভারতীয়রা এখনও অতটা মুক্তমনা নয়।
দ্য ডার্টি ম্যাগাজিনের সঙ্গে আলাপচারিতায় করিনা বলেন, "আমি মনে করি গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এ ধরনের দৃশ্যের প্রয়োজন নেই।"
"আমি জানি আমি হয়তো পর্দায় অন্তরঙ্গ দৃশ্য করতে স্বাচ্ছন্দ্য বোধ করব না। আমি এই ধরণের কাজ কখনও করিনি।"
"পর্দায় দেখানোর আগে আমাদের গুরুত্ব সহকারে চিন্তা করা উচিত এবং সম্মান করা উচিত। আমরা এখনও ততটা খোলা মনের নই।"
করিনা ২৫ বছর ধরে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আছেন। ২০০০ সালে 'রিফিউজি' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি।
বড় পর্দার পাশাপাশি, ওটিটি মাধ্যমেও কাজ করছেন বেবো।
বলিউড ছাড়াও দক্ষিণী ইন্ডাস্ট্রির দিকে ঝুঁকছেন সইফ পত্নী। পরবর্তী ছবিতে মালায়ালাম তারকা পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে কাজ করবেন নায়িকা।