25 February, 2024
BY- Aajtak Bangla
কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। বর্জ্য পদার্থ নিষ্কাশনের ক্ষেত্রে কিডনি অগ্রণী ভূমিকা পালন করে।
মানুষের শরীরে সাধারণত দুটি কিডনি থাকে। অনেকের জন্মগতভাবে একটি কিডনি থাকে, আবার কারও কারও কিডনির কোনো রোগের কারণে কিডনি অপারেশন করে অপসারণ করতে হয়।
মারাত্মক শারীরিক আঘাতে বা কিডনিতে পাথর জমে কিডনি ক্ষতিগ্রস্ত হলে সে ক্ষেত্রেও আক্রান্ত কিডনি অপসারণ করতে হয়। এসব ক্ষেত্রে রোগীকে একটি কিডনি দিয়ে শরীরের বিভিন্ন কার্যক্রম চালিয়ে যেতে হয়।
এখন পর্যন্ত যতটুকু গবেষণা হয়েছে সে অনুযায়ী দেখা গেছে, শরীরের বর্জ্য পদার্থ নিষ্কাশনসহ অন্যান্য শারীরিক প্রক্রিয়া একটি কিডনির মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব।
দুটি কিডনির কাজ একটিকে করতে হয় বলে তুলনামূলক চাপ বেশি পড়ে সুস্থ কিডনির ওপর। সেটি থেকে শরীরে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। তবে সবার যে হবে, এ রকম কোনো কথা নেই।
কারও যদি একটি কিডনি থাকে, তাকে অবশ্যই একজন চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে।
একটি সুস্থ কিডনি থাকলে সেটি শরীরের ভারসাম্য বজায় রাখতে সক্ষম হলেও, ওই কিডনির সুস্থতা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একজন চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা উচিত।
তরমুজ আর বেদানা খেতে পারলেও কিডনি পরিষ্কার হয়ে যাবে।
বেশি মাত্রায় মদ ও ক্যাফেইন জাতীয় কিছু পান করবেন না।