8 SEPTEMBER, 2024
BY- Aajtak Bangla
কেশপুরের ছেলে দীপক অধিকারী বড় হয়েছেন চন্দ্রকোনায় মামার বাড়িতে। মধ্যবিত্ত পরিবারের ছেলে দেব-এর জীবনে মোড় ঘুরিয়ে দেয় তাঁর অভিনয়-জীবন।
রাজনীতিতে সেভাবে সক্রিয় ছিলেন না কোনওদিনই। তবে ২০১৪ সালে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকায় তাঁর নাম ঘোষণা করে চমক দেয় তৃণমূল। সেখানেও এসেছে সাফল্য।
পরপর তিনবার ঘাটাল কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হয়েছেন তিনি। সফল অভিনেতা থেকে জনপ্রিয় রাজনীতিক, দেব ঠিক কতটা ধনী জানেন?
নথি বলছে ২০২২-২৩ অর্থবর্ষে দেবের আয় ছিল ৪ কোটি ৯৯ লাখ ১৫ হাজার ৭৭০, ২০২১-২২ অর্থবর্ষে তাঁর আয় ছিল ২ কোটি ৬৮ লাখ ৩৫ হাজার ৯৩০, ২০২০-২১ অর্থবর্ষে তাঁর আয় ছিল ২ কোটি ৮৪ লাখ ৮২ হাজার ১৩০।
গত অর্থবর্ষ অর্থাৎ ২০২২-২৩ সালে ৪ কোটি ৯৯ লাখ ১৫ হাজার টাকা আয় করেছেন। অর্থাৎ এই অর্থ তার আয় করা ২০১২-২২ সালের করা আয়ের প্রায় দ্বিগুণ।
দেবের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। দেবের বিনিয়োগ করা অর্থের মোট পরিমাণ হল ১৫ কোটি ৪৮ লাখ ১৯ হাজার ৯৪৩ টাকা।
এছাড়া দেবের কাছে যত হাতঘড়ি আছে সেগুলোর মোট মূল্য বা বাজার দর ১২ লাখ টাকার বেশি।
অভিনেতার একটিই গাড়ি আছে। আর সেই গাড়ির বর্তমান বাজার মূল্য হল ১ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকা। এছাড়াও তার কাছে প্রায় ৪৯ লাখ ১৮ হাজার ৫৬২ টাকার সোনা আছে। সঙ্গে আছে একাধিক ফ্ল্যাট। সেই ফ্ল্যাটগুলোর মোট মূল্য হল ১৯ কোটি ৯১ লাখ ১২ হাজার।
অভিনেতা দেবের স্থাবর সম্পত্তি রয়েছে ১৯ কোটি ৭২ লাখ ৭২ হাজার।
কেবল সঞ্চয় নয়, দেবের বিপুল পরিমাণ ঋণও আছে। তার মোট ২ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৯০৭ টাকার ঋণ আছে।