25 JULY, 2023
BY- Aajtak Bangla
চমক! নতুন অবতারে 'স্মার্ট দিদি' নন্দিনী
সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় মুখ নন্দিনী।
ডালহৌসি চত্বরে কয়লা ঘাটের কাছে তাঁর বাবার একটি পাইস হোটেল রয়েছে।
বর্তমানে এই হোটেল পুরোটাই এখন নন্দিনী নিজেই সামলান।
রান্না থেকে শুরু করে ক্রেতাদের খাবার পরিবেশন। সবটাই নিজে হাতে সুন্দর করে সামলাম তিনি।
এই সবের মধ্যে সোশ্যাল মিডিয়া জগতে রীতিমতো ভাইরাল হয়ে যান নন্দিনী।
ভাতের হোটেল চালাতে চালাতে পৌঁছে যান দিদি নম্বর ওয়ানের সেটে।
অত্যধিক জনপ্রিয়তার পর এবার তিনি তাঁর নিজের ইউটিউবে চ্যানেল খুলে ফেললেন।
তাঁর নিজের ইউটিউব চ্যানেলের নাম দিলেন - নন্দিনী দিদি অফিশিয়াল।
ইতিমধ্যেই ১৫ হাজারের বেশি সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে তাঁর।
Related Stories
পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, কাশ্মীরের স্মৃতিতে ডুব টলি তারকদের
TRP আসলে কী? মেগা সিরিয়ালের দর্শকদের জানা উচিত
পঞ্চায়েত খ্যাত অভিনেতা দিনের পর দিন বেকার! চরম সঙ্কটে
নাভিতে এই জিনিস ১ ফোঁটা, ফাঁকা টাকে গজাবে গুঁড়ি গুঁড়ি চুল