BY- Aajtak Bangla
12 January, 2024
প্রত্যেকটি সফল মানুষের সফলতার পেছনেই রয়েছে ব্যর্থতার নির্মম কোনো গল্প।পরাজয়, চ্যালেঞ্জ আর অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে যাওয়া এক সেলসম্যানের গল্প ‘দ্য পারস্যুট অব হ্যাপিনেস’।
গডফাদার। মারিও পুজো উপন্যাসটি সৃষ্টি করেছেন প্রেম ভালবাসা, বিশ্বাস-অবিশ্বাসের অপূর্ব মিশ্রণে। তা অবলম্বনেই তৈরি হয়েছে এই কালজয়ী সিনেমা। বিশ্ব সিনেমার যা রত্ন।
দৃঢ় মনোবল একটা মানুষকে কতটা শক্তি দিতে পারে, ফরেস্ট গাম্প না দেখলে বুঝতে পারবেন না। আর সততা জিনিসটা যে শুধু বইয়ে নয় বাস্তব জীবনেও দরকার তা সুক্ষভাবে বুঝিয়েছে। অতি সাধারণ এক মানুষ ফরেস্ট গাম্প।
এক অদ্ভুত দৃঢ় আর মানুষের ইনার স্পিরিটের গল্প। যে গল্পের স্বাদ মানুষ আগে পায়নি। গল্পের নায়ক ‘অ্যান্ডি’ সিস্টেমের অন্যায়ের শিকার ছিল, সে মাথা নত না করে সেই সিস্টেমকে চ্যালেঞ্জ করেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে এক ইহুদি পিয়ানোবাদকের চোখে দেখা যুদ্ধের বিভীষিকা দ্য পিয়ানিস্ট চলচ্চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। তার পরিবার-পরিজন-প্রতিবেশীরা একে একে হারিয়ে যেতে থাকে। সে বেঁচে থাকার লড়াই চালিয়ে যেতে থাকে।
‘লাইফ ইজ বিউটিফুল’ও কমবেশি সবার দেখা। জীবন সুন্দর, নির্মমও বটে। নির্মমতাকে পাশ কাটিয়ে সৌন্দর্য্যকে উপভোগ করতে হয়। সেই সুযোগটুকুও যদি না থাকে কল্পনায় একটা জগৎ সৃষ্টি করে হলেও ভালো থাকতে হয়।
ডেড পোয়েট সোসাইটি। এই ছবিতে রবিন উইলিয়ামসকে দেখে চমকে যাবেন। উইটনেসের পরিচালক পিটার উইয়ারের এই ছবিটি ভিন্ন রকমের এক অনুভূতি নিয়ে আসে। এক স্কুলে শিক্ষা দেওয়ার পদ্ধতি নিয়ে ছবি।
ট্যাক্সি ড্রাইভার- এই ছবির জন্য কেনও মার্টিন স্করসেসেকে সেরা পরিচালকের অস্কার দেওয়া হয়নি-সে বিতর্ক আজও যায়নি। রবার্ট ডি নিরো আছে, আছে জুডি ফস্টার। এক অস্থির সময়ের গল্প ট্যাক্সি ড্রাইভার।
বাইসাইকেল থিভস। এই সিনেমাটি একটি মাস্টারপিস। এই সিনেমায় দুর্লভ কিছু দৃশ্য আছে। এককটি দৃশ্য যেন একেকটি সিনেমা। পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল এই সিনেমা।
জোকার। পুঁজিবাদী সমাজের চাকচিক্যের আড়ালে বড়লোকদের মানবিক দৈন্য কতটা প্রকট- তাই যেন একেবারে নগ্ন হয়ে বেরিয়ে আসে এই সিনেমায়।