24 JUNE, 2023
BY- Aajtak Bangla
সাদা শাড়িতে নয়া বিনোদিনী! ঐশ্বর্যের সঙ্গে তুলনা মধুমিতার
মধুমিতা সরকার, বর্তমানে টলি পাড়ার অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ছোটপর্দা থেকে কেরিয়ার শুরু করে আজ দারুণ জনপ্রিয় তিনি।
সম্প্রতি মধুমিতা যে ছবি পোস্ট করেছেন, সেখানে তাঁকে একেবারে অন্য রকম লুকসে দেখা গিয়েছে।
সাদা শাড়িতে একেবারে শান্ত-মোহময়ী রূপে ধরা দিলেন মধুমিতা সরকার।
ঐশ্বর্য রাই বচ্চন বিনোদিনীর চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন। ঐশ্বর্যের সেই রূপ আজও সকলের মনে উজ্জ্বল।
সেই একই রূপে ধরা দিলেন মধুমিতা সরকার। তাঁর বিনোদিনী লুকস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
কোনও সময় একেবারে সাদা শাড়িতে, কোনও গয়না-সাজ ছাড়াই, এলো চুলে নজর কাড়লেন।
ছবিতে দেখা যাচ্ছে, মধুমিতার পরনে সাদা শাড়ি, গলায় তুলসীর মালা, হাতে বাঁধা রুদ্রাক্ষ। ঠিক যেন একেবারে বিনোদিনীর সাজ।
আবার কোনও ছবিতে দেখা গেল গা ভর্তি গয়না অভিনেত্রীর। তাঁর শান্ত চাহনি যেন ব্যক্ত করছে অন্য কিছু।
মুহূর্তে ভাইরাল এই ছবিগুলি। ভক্তদের কমেন্টে ভরছে কমেন্ট বক্স।
তবে এটা নিছকই ফটোশ্যুট নাকি আগামী সিনেমার লুকস সেটা নিয়ে মধুমিতা কিছুই জানাননি।
Related Stories
রবীন্দ্রনাথ ঠাকুরের আসল পদবী কী? ৯৯ শতাংশ শিক্ষিতরাই জানে না
সচিবজি আর রিঙ্কির প্রেম জমে ক্ষীর, কবে থেকে দেখা যাবে পঞ্চায়েত ৪?
গরমে এসির ভেতরেও ঢুকে পড়ে সাপ! কী করবেন?
পুলে জলকেলি নুসরতের, গরমেও ঘাম ঝরবে জিতের নায়িকাকে দেখে