16 MAY 2025

BY- Aajtak Bangla

লাল শাড়ি-সিঁদুরে রাঙা, চুপিসারে শুভকাজ সারলেন মধুমিতা? 

মেগার গণ্ডি পেরিয়ে এখন সিনেমা-সিরিজে জনপ্রিয়তা কুড়োচ্ছেন অভিনেত্রী মধুমিতা সরকার। 

২০২৪-এ জীবনে এসেছে নতুন প্রেম। অতীত ভুলে দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মধুমিতা। 

যুগলের নানা মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। কখনও পাহাড়ের কোলে ভালবাসায় মাখামাখি তো কখনও আবার জিমে শরীরচর্চায় মগ্ন তাঁরা। 

এর মাঝে নিজের ইনস্টা অ্যাকাউন্টে বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। লাল শাড়ি, সিঁথি রাঙা সিঁদুর আর ছোট্ট লাল টিপে দেখা গেল মধুমিতাকে।

রিল লাইফে বিয়ের সাজে বারবার দর্শকের নজর কেড়েছেন মধুমিতা সরকার। এবার রিয়েলেও সেই পথেই হাঁটলেন অভিনেত্রী?

তারকারা তো প্রায়ই চুপিসারে বিয়ে করে ফেলেন। মধুমিতা আর দেবমাল্যও গোপনে শুভকাজটা সেরে ফেলেছেন?

ভিডিও পোস্ট করে মধুমিতা নিজেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, 'কিছু একটা হচ্ছে, কেউ কিছু আন্দাজ করতে পারছো?'

একটু ভাল করে ভিডিওগুলো খেয়াল করলে বোঝা যাবে চুপিচুপি বিয়ে করেননি। বরং লুক টেস্ট চলছে মধুমিতার। 

পরবর্তী কাজের প্রস্তুতি চলছে মধুমিতার। অনেকগুলো সাজে আমার লুক টেস্ট হয়েছে। সেটারই ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী।