22 November, 2023

BY- Aajtak Bangla

৮০ কেজির মডেল মিস ইউনিভার্সের র‍্যাম্পে, দীপিকার কার্ভি ফিগারে কাত বিশ্ব 

এতদিন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় কেবল স্লিম-ট্রিম মডেলদেরই দেখা যেত। তবে এই বছর সেই মিথ ভাঙলেন নেপালের জেন দীপিকা গ্যারেট।

তিনি প্রথম প্লাস সাইজ মডেল যিনি মিস ইউনিভার্সের এবার প্রতিযোগিতায় অংশ নিলেন। গর্বের সঙ্গে বিউটি পেজেন্টে লেখালেন তাঁর নামও।

মিস ইউনিভার্সের ইতিহাসে এই প্রথমবার কোনো প্লাস সাইজ মডেল অংশ নিলেন।

সুইমস্যুট রাউন্ডে দীপিকা যে আত্মবিশ্বাসের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন তা সত্যিই প্রশংসাযোগ্য।

তাঁর কনফিডেন্স, তাঁর সৌন্দর্য সবার মন কেড়ে নেয়। মেটালিক গ্রিন সুইমস্যুট পরে তাঁকে আন্তর্জাতিক মঞ্চে হাঁটতে দেখা যায়।

দীপিকা এই সুইমস্যুটের সঙ্গে পরেছিলেন স্ট্র্যাপ হিল এবং বড় কানের দুল। চুল ছিল খোলা।

দীপিকার ওজন ৮০ কেজি এবং উচ্চতা ৫ ফিট ৭ ইঞ্চি।

প্লাস সাইড মডেল দীপিকার সৌন্দর্যে মুগ্ধ গোটা বিশ্ব।

সেরা ২০ প্রতিযোগীর মধ্যে অন্যতম হিসেবে তিনি নিজের জায়গা করে নিয়েছেন।

প্রসঙ্গত, দীপিকা পেশায় একজন নার্স। তিনি মানসিক স্বাস্থ্য এবং বডি পজিটিভিটি ছড়ানো নিয়েও কাজ করে থাকেন।

দীপিকার সোশ্যাল মিডিয়ায় নজর দিলেই দেখা যাবে একাধিক সাহসী অবতারের ছবি।