18 JULY, 2023

BY- Aajtak Bangla

সিক্যুইন শাড়িতে ফ্যাশনিস্তা মিমি, বোল্ড লুকে নজরকাড়া

নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য বরাবর শিরোনামে থাকেন অভিনেত্রী- সাংসদ মিমি চক্রবর্তী।

একের সময় এক একটা ফ্যাশন ট্রেন্ড দেখা যায়। মূলত তারকারা যা পরেন, সেটাই কিছুদিন পরে ট্রেন্ড হওয়ার প্রবণতা থাকে।

বর্তমানে ফ্যাশন ট্রেন্ড 'সিক্যুইন। এই ধরণের পোশাকে দারুণ ফ্যাশন গোলস সেট করছেন মিমি। 

ইন্ডিয়ান হোক কিংবা ওয়েস্টার্ন সবেতেই নজর কাড়ছেন সাংসদ -নায়িকা। 

 ফটো শ্যুটের জন্যে সিক্যুইন শাড়ি বেছে নিয়েছেন মিমি চক্রবর্তী। 

রুপোলী ও তুঁতে কম্বিনেশনের শাড়িতে ধরা পড়েছে তাঁর বোল্ড লুক। 

মিমি ছাড়াও টলিপাড়ার অন্যান্য বহু নায়িকাকে দেখা যাচ্ছে সিক্যুইন ড্রেসে। 

তবে তাঁদের মধ্যে মিমির ওয়ারড্রবে বোধ হয় সিক্যুইন ড্রেসের সংখ্যা সবচেয়ে বেশি। 

ড্রেস, শাড়ি কিংবা ব্লাইজ। চকচকে এই ধরনের পোশাক পরলেই আপনি একেবারে ট্রেন্ডি। 

আপনিও সাজতে চান এভাবে? অনলাইন কিংবা শপিং মলে সহজেই পাওয়া যাবে এই ধরণের পোশাক।