07 AUG, 2023

BY- Aajtak Bangla

পুজোতে সাজুন শাড়িতে, টিপস নিতে পারেন মিমির থেকে

টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে মিমি একজন। তাঁর সব পোশাকের মধ্যে শাড়ি বড্ড প্রিয়।

তাই মাঝে সাজেই মিমিকে শাড়িতে দেখতে পাওয়া যায়। আর এই পুজোয় আপনিও মিমির মতো শাড়ি পড়ে সকলের নজর কাড়তে পারেন।

ষষ্ঠীতে মিমির মতো এই ধরনের গোলাপি হ্যান্ডলুম শাড়ি পরতে পারেন। সঙ্গে হালকা সাজ।

সপ্তমীতেও এই রকম সাদা শাড়ি ও সিক্যুয়েন্স সবুজ রঙের ব্লাউজ কিন্তু আপনাকে পুজোতে অনন্য করে তুলতে পারে। 

আকাশি রঙের একটি বেনারসি শাড়িতে সেজে উঠতে পারেন অষ্টমীর দিন।  শাড়ির পাড়ে রয়েছে সুন্দর কপার জরির কাজ রয়েছে।

শাড়ি জুড়ে ছোট ছোট ফুল রয়েছে। রুপোলি জরি আর গোলাপি ফুলে এমন ফুল দেখতে খুব সুন্দর লাগছে। এই ফুলের সঙ্গে মিলিয়েই গোলাপি রঙের থ্রি-কোয়ার্টার হাতা একটি ব্লাউজ পরেছেন।

নবমীর রাতে যদি এরকম বটন গ্রিন রঙের সিক্যুয়েন্স শাড়ি থাকে তাহলে আপনার দিক থেকে চোখ সরানো বেশ মুশকিল। সঙ্গে কানে পাথরের দুল, ব্যাস।

পুজোর শেষদিন অর্থাৎ বিজয়া দশমীতে এরকম লাল রঙের ডিজাইন শাড়ি ও ফিল স্লিভ ব্লাউজ পরে সিঁদুর খেলার মজাটাই আলাদা। 

তবে শুধু পুজোতেই নয়, বিভিন্ন অনুষ্ঠানেই শাড়ি পড়ে নিজের আলাদা স্টাইল স্টেটমেন্ট তৈরি করতেই পারেন আপনি।