BY- Aajtak Bangla
10 JANUARY, 2023
তারকাদের পছন্দ - অপছন্দ নিয়েও ফ্যানেদের মাঝে চর্চা কম হয় না। মিমি চক্রবর্তীকে নিয়েও মানুষের কৌতূহলের শেষ নেই।
মাঝে মধ্যেই নিজের কিছু সিক্রেট অনুগামীদের জন্য শেয়ার করেন সাংসদ- নায়িকা।
পছন্দের তালিকায় কী আছে নায়িকার? কোনটাই বা একেবারে না পসন্দ? জানা গেছে তাঁরই সোশ্যাল পোস্ট থেকে।
রসগোল্লা না নলেন গুড়ের সন্দেশ তাঁর পছন্দ? নায়িকা বেছে নেন নলেন গুড়ের পায়েস।
এছাড়া ইটালিয়ান ক্যুইজিন পিৎজা মিমির পছন্দের খাবারের তালিকায় সবচেয়ে প্রথমে আসে।
তাঁর মা আমার রান্না করেন না। তবে যখন করেন, তখন মায়ের হাতের রান্না পছন্দ তাঁর। নয়তো কেনা খাবারই পছন্দ।
নায়িকার সবচেয়ে প্রিয় ঋতু শীতকাল। একথাও তিনি জানিয়েছেন একটি ভিডিওতে।
সিনেমা না বই বেশি পছন্দ? মিমির উত্তর, "এটা আমার মুডের উপর নির্ভর করে।"
পাহাড় না সমুদ্র কোনটা পছন্দ করেন মিমি? তিনি জানিয়েছেন সমুদ্রই তাঁর বেশি পছন্দের।