23 May, 2023

BY- Aajtak Bangla

আবার ছুটির মুডে মনামী, কোথায় গেলেন ঘুরতে?

মনামীর পায়ের তলায় সর্ষে। বাড়িতে কিছুতেই মন থাকে না অভিনেত্রীর। 

তাই শ্যুটিং থেকে বিরতি মিলতেই পাড়ি দিলেন দক্ষিণ কোরিয়ায়। সেখান থেকেই একের পর এক ছবি পোস্ট অভিনেত্রীর।

কোরিয়ায় রাস্তায় রাস্তায় অলিতে-গলিতে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী। তাঁর ছবি নেটিজেনদের নজর কেড়েছে।

তবে শুধু ছবি নয়, মনামী তাঁর কোরিয়ান বন্ধুদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন।

ভিডিওতে মনামীকে দেখা গিয়েছে সাদা ও গোলাপী মিশ্রণে অন্যান্য কোরিয়ানদের সঙ্গে মানানসই পোশাকে সেজে উঠতে।

মনামীকে এরকম পোশাকে কোরিয়ানদের মতোই লাগছিল। তবে অভিনেত্রীকে খুব মিষ্টি লাগছিল এই পোশাকে।

দিন দিন যেন বয়স কমতে বসেছে মনামীর। বয়স ৪০ পার করলেও তা বোঝার উপায় নেই।

মনামী ঘুরতে খুবই ভালোবাসেন। কাজের ফাঁকে সময় পেলেই তিনি বেরিয়ে পড়েন।

বেড়াতে গিয়ে প্রতিটি মুহূর্ত ফ্রেমবন্দি করে ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভোলেননা অভিনেত্রী।

জন্মদিনের আগেও মনামী ব্যাঙ্কক-থাইল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন। সেখানকার ছবিও বেশ ভাইরাল হয়।  

Next: অমিতাভের মোট সম্পত্তি কত-ছেলে অভিষেক কী পাচ্ছেন?