BY- Aajtak Bangla
25 January, 2024
তুখোড় অভিনেতা বললেও কম বলা হয়। কিন্তু পথচলা সহজ ছিল না। পড়াতেন কোচিং সেন্টারে, আর অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন।
সংবাদমাধ্যমকে দেওয়া এক ইন্টারভিউয়ে মোশারফ বলেছেন, 'আফসোস একটা রোগ। এ থেকে তোমাকে বেরোতেই হবে। যদি না বের হও, তাহলে সুখী হতে পারবে না।'
মোশারফ করিমের প্রিয় কবি জীবনানন্দ দাশ।
বাবার অভিনয় দেখেই অভিনয়ে আগ্রহী হন বরিশালের মোশারফ। প্রচুর প্রতিকূলতা পার করতে হয়েছে তাঁকে।
‘সবাই কবি নন, কেউ কেউ কবি।’ ব্যাপারটা ওই রকমই। সবাই অভিনেতা নন, কেউ কেউ অভিনেতা। জীবনানন্দের একথা বিশ্বাস করেন মোশারফ।
বরিশালের গ্রামে কেটেছে সময়। সময়টা সুখের, একইসঙ্গে বেদনার। মোশারফের জীবনে ঝড় এসেছে জীবনে
হুব্বা সিনেমার আগেও তাঁর বহু কাজ অবাক করে দেওয়া। তাঁকে টেক্কা দেওয়ার মতো অভিনেতা এই উপমহাদেশে বিরল, এই দাবি করেন এরাজ্যেরও বহু অভিনেতা।
জয় গোস্বামী মোশারফ করিমের বড় ভক্ত। তিনি তাঁকে নিয়ে কবিতাও লিখেছেন। সম্প্রতি তাঁর, হুব্বা সিনেমা নিয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে হইচই চলছে। মোশারফ করিমের অভিনয় দক্ষতা নিয়ে যারা এতদিন ওয়াকিবহাল ছিলেন না, তাঁরাও তাঁকে চিনতে, জানতে পারছেন।