23 MAY 2025

BY- Aajtak Bangla

মা না বউ, কাকে বেশি ভয় পান অভিষেক? রহস্য ফাঁস বোনের

করণ জোহরের কফি উইথ করণ শো-তেই ফাঁস হয়েছে অভিষেক বচ্চনের এই রহস্য। 

করণ জোহরের এই শো-এর নানা মুহূর্ত অনেক সময়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তেমন একটা ছোট অংশেই ফাঁস হল অভিষেকের রহস্য। 

অভিষেক কাকে বেশি ভয় পান, তা ফাঁস করে দিয়েছেন খোদ বোন শ্বেতা। 

কফি উইথ করণে তাঁকে প্রশ্ন করা হয় মা জয়া না বউ ঐশ্বর্য কাকে বেশি ভয় পান? অভিষেকের জবাব ছিল, মা। 

সঙ্গে সঙ্গে শ্বেতা বলে ওঠেন,  'না বউ'। কটমট করে বোনের দিকে তাকান অভিষেক। বলেন, 'আমার ব়্যাপিড ফায়ার, আমাকেই বলতে দাও।'

প্রায়শই অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের মধ্যে দূরত্বের নানা খবর রটে যায়। তার মাঝেই এবার ভাইরাল এই ভিডিও ক্লিপ। 

শ্বেতা বলেন, মায়ের বিষয় কিছু বলতে গেলে অভিষেক ভাবছেন না। বউয়ের কথা এলেই ভেবে চিন্তে উত্তর দিচ্ছেন। 

এদিকে, কান কার্পেটে মোহময়ী ঐশ্বর্যকে দেখা গিয়েছে অনবদ্য সাজে। নজর কেড়েছে তাঁর সিঁথি ভর্তি সিঁদুর। 

শাড়ির পর দেখা গিয়েছে কালো গাউনে। নজর কেড়েছে বেনারসি ওড়না, যেখানে রয়েছে সংস্কৃত শ্লোক।