26 JUNE, 2023
BY- Aajtak Bangla
'Party On My Mind', কাজের ফাঁকে পার্টি মোডে তিন বং নায়িকা
ডান্স বাংলা ডান্স রিয়্যালিটি শো-এর জন্য এখন শুভশ্রী, মৌনি ও শ্রাবন্তীকে রোজই একসঙ্গে দেখা যায়।
কাজের ফাঁকে তাই এই তিন নায়িকা পার্টি করার সুযোগ ছাড়লেন না।
রবিবার রাতে শুভশ্রী, মৌনি ও শ্রাবন্তীকে দেখা গেল রীতিমতো পার্টি মুডে।
তিনজনেই পরেছিলেন কালো রঙের পোশাক। বলা চলে পার্টির থিম ছিল ব্ল্যাক।
তবে এঁদের সঙ্গে ছিলেন শুভশ্রীর পরিচালক-স্বামী রাজ চক্রবর্তীও।
মৌনী ও শুভশ্রী যে ভাল বন্ধু তা এই ছবি বলে দিচ্ছে।
পার্টির মধ্যেই শুভশ্রীকে চুমু খেলেন শ্রাবন্তী ও মৌনী।
মৌনীর ভাইকেও দেখা গিয়েছে এই পার্টিতে।
সব মিলিয়ে সানডে নাইট জমিয়ে দিলেন এই তিন বং গ্ল্যাম কন্যারা।
Related Stories
'বাংলার বাঘ' হাতে মেট গালায় এন্ট্রি কিং খানের, দেখুন ছবি
গরমে এসির ভেতরেও ঢুকে পড়ে সাপ! কী করবেন?
"সারা শরীর কাঁপছিল...," ধর্ষণের দৃশ্যের পরে বমি করেন দিয়া
পুলে জলকেলি নুসরতের, গরমেও ঘাম ঝরবে জিতের নায়িকাকে দেখে