26 JUNE, 2023
BY- Aajtak Bangla
'Party On My Mind', কাজের ফাঁকে পার্টি মোডে তিন বং নায়িকা
ডান্স বাংলা ডান্স রিয়্যালিটি শো-এর জন্য এখন শুভশ্রী, মৌনি ও শ্রাবন্তীকে রোজই একসঙ্গে দেখা যায়।
কাজের ফাঁকে তাই এই তিন নায়িকা পার্টি করার সুযোগ ছাড়লেন না।
রবিবার রাতে শুভশ্রী, মৌনি ও শ্রাবন্তীকে দেখা গেল রীতিমতো পার্টি মুডে।
তিনজনেই পরেছিলেন কালো রঙের পোশাক। বলা চলে পার্টির থিম ছিল ব্ল্যাক।
তবে এঁদের সঙ্গে ছিলেন শুভশ্রীর পরিচালক-স্বামী রাজ চক্রবর্তীও।
মৌনী ও শুভশ্রী যে ভাল বন্ধু তা এই ছবি বলে দিচ্ছে।
পার্টির মধ্যেই শুভশ্রীকে চুমু খেলেন শ্রাবন্তী ও মৌনী।
মৌনীর ভাইকেও দেখা গিয়েছে এই পার্টিতে।
সব মিলিয়ে সানডে নাইট জমিয়ে দিলেন এই তিন বং গ্ল্যাম কন্যারা।
Related Stories
'বাড়ি-গাড়ি চাই,' রাজনীতিতে এসে কপাল চাপড়াচ্ছেন কঙ্গনা
মাংস ছাড়াই সুস্বাদু নবরত্ন বিরিয়ানি, রইল সহজ রেসিপি
উঁকি মারছে খুদে দুই পা, ছেলের জন্মের পর কী পোস্ট করলেন পরমব্রত?
লাল শাড়ি-সিঁদুরে রাঙা, চুপিসারে শুভকাজ সারলেন মধুমিতা?