08 JUNE, 2023
BY- Aajtak Bangla
নীলের জন্মদিনে খুব মস্তি, সারপ্রাইজ পার্টি দিলেন তৃণা
আজ বাংলা ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্যর জন্মদিন।
নীলের জন্মদিন উপলক্ষে হলো খুব মস্তি, বন্ধুবান্ধব ও তৃণা দিলেন সারপ্রাইজ পার্টি।
নীল আর তৃণা ২০২১ সাল এ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরিবার ও আত্তিসজন ছিলো উপস্থিত।
যদিও মাঝখানে দুজনের বিবাহ বিচ্ছেদ এর খবর শনাগেছিল ঠিকি, কিন্তু এখন সম্পর্ক টা অনেক ভালো আছে।
প্রেম করে বিয়ে করেন নীল - তৃণা। কলেজ থেকে আলাপ পরিচয়। একই কোচিং সেন্টারে পড়তেন দুজনে।
প্রায় ১১ বছর ধরে চেনা জানা, বন্ধুত্ব থেকে শুরু করে বিয়ের পিঁড়ি পর্যন্ত, অলীক প্রেমের সুখ একই বলে।
নীল হয়তো নিজের জন্মদিন টা কোনোদিনও ভুলবেনা কারণ সেই দিন টা ছিলোই এত স্পেশাল। 17 June 2017 তে নীলের জন্মদিন এর রাতে তৃণা নীল কে প্রপোজ করেছিল।
নীল এর জীবন এ রঙ আনে স্টার জলসা, তার প্রথ। কান ছিলো - ঠিক যেনো লাভ স্টোরি।
তৃণা নিজের ক্যারিয়ার শুরু করে খোকাবাবু মেগা সিরিয়াল এর মুখ্য চরিত্রে।
Related Stories
গুরুতর অসুস্থ অভিনেত্রী দীপিকা, সন্তান সামলাচ্ছেন কে?
সচিবজি আর রিঙ্কির প্রেম জমে ক্ষীর, কবে থেকে দেখা যাবে পঞ্চায়েত ৪?
গরমে এসির ভেতরেও ঢুকে পড়ে সাপ! কী করবেন?
"সারা শরীর কাঁপছিল...," ধর্ষণের দৃশ্যের পরে বমি করেন দিয়া