7th January, 2024
BY- Aajtak Bangla
ছোটপর্দার খলনায়িকা মানসী সেনগুপ্ত। বর্তমানে নিম ফুলের মধু সিরিয়ালে মানসী পর্ণার জা-এর চরিত্রে অভিনয় করছেন।
পর্ণার বিরুদ্ধে করা সব ষড়যন্ত্রই ব্যর্থ হচ্ছে তাঁর। অভিনয়ের পাশাপাশি মানসী সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে অ্যাক্টিভ থাকেন।
মানসী তাঁর সাহসী অবতারের জন্য খুবই জনপ্রিয়। তাঁর এক একটা ছবি রীতিমতো ঝড় তোলে নেটপাড়ায়।
অভিনেত্রীর বিকিনি পরা ছবি দারুণভাবে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
অ্যানিমাল প্রিন্টের বিকিনিতে পুলের জলে মানসীকে দেখে চোখ সরাতে পারবেন না।
কখনও ওয়াইন নিয়ে আবার কখনও বা এমনিই জলের মধ্যে পোজ দিচ্ছেন অভিনেত্রী।
মানসীর শরীরি হিল্লোড় আপনাকে মাতাল করে দেবে। নিজেকে আটকাতে পারবেন না আপনি।
সোশ্যাল দুনিয়ায় সেনসেশন তৈরি করতে ওস্তাদ মানসী। নিজের মারকাটারি ফিগারে পুরুষ হৃদয়ে ঝড় তুলছেন তিনি।
সিরিয়ালে খল চরিত্রে অভিনয় করেই জনপ্রিয়তা পান মানসী। বর্তমানে নিম ফুলের মধু-তে কাজ করছেন অভিনেত্রী।
সম্প্রতি দিদি নম্বর ১-এও এসেছিলেন মানসী। সেখানেও তিনি সকলের মন জয় করেছেন।