13 November, 2023
BY- Aajtak Bangla
বঙ্গ রাজনীতির রঙিন চরিত্র।
রাজনীতির ময়দান থেকে সোশ্যাল মিডিয়া সমানভাবে জনপ্রিয় তৃণমূলের এই দাপুটে নেতা।
ফেসবুকে ‘লাইভে আসছি’ মানেই মদন মিত্র। ‘এই গালাগাল করছেন না তো, তাহলে কিন্তু চলে যাব’, তাঁর এমন সংলাপ তো রীতিমতো ভাইরাল।
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্ত্রিসভার প্রথম ক্রীড়া ও পরিবহণ দফতরের মন্ত্রী মদন মিত্র।
মদন মিত্রের পুরো নাম মদন গোপাল মিত্র।
সারদা কেলেঙ্কারিতে (Saradha Scam) নাম জড়িয়ে যায়ওয়া দীর্ঘদিন জেলে ছিলেন। ফিরে এসে আবার সক্রিয় রাজনীতিতে।
ভাটপাড়ায় উপ-নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন। কিন্তু, তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গ বিধানসভায় যাওয়া হয়নি তাঁর। অর্জুন সিংয়ের ছেলে পবনের কাছে হেরে যান মদন।
ভবানীপুরের মিত্র পরিবারের ছেলে। জন্ম ৩ ডিসেম্বর, ১৯৫৪ সালে।
বাবা প্রয়াত জ্যোৎস্না কুমার মিত্র। মা হাসিরাণি মিত্র। যদিও তিনি নিজে কামারহাটি বিধানসভার (Kamarhati) ভোটার।