13 JUNE, 2023
BY- Aajtak Bangla
নুসরত ফারিয়া করলেন সবার দিলখুশ এবার তাঁকে দেখা যাবে 'সুরঙ্গ'-তে।
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকেও দেখা যাবে এই ছবিতে।
নতুন একটি আইটেম গানে নাচতে দেখা যাবে বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়াকে।
গানটির নাম - 'ও টাকা তুই আমার কলিজা আর জান'।
নুসরত ভিডিওটি পোস্ট করে। এবং ইতিমধ্যেই বেশ জনপ্রিয় এই গান।
নুসরত এপার বাংলা ওপার বাংলা দু বাঙলাতেই বেশ ভালই দাপিয়ে বেড়াচ্ছেন।
গানটি গেয়েছেন - দিলশাদ নাহর কণা, তৈরি করেছেন - আরাফাত মহসিন নিধি ও লিখেছেন রাসেল মাহমুদ।
ছবিটির নির্দেশক রায়হান রফি, বললেন - আফরান নিশো এর নুসরত এর জুটি বেশ ভালই জমবে।
ছবিটি আগামী ইদ উল আযহা তে OTT প্ল্যাটফর্ম এ রিলিজ করা হবে।
জনপ্রিয় অভিনেতা নিশোর পাশে নুসরত ফারিয়া কে দেখার জন্য মানুষ অধীর আগ্রহে বসে আছে।
Related Stories
মাংস ছাড়াই সুস্বাদু নবরত্ন বিরিয়ানি, রইল সহজ রেসিপি
কখন ডিনার করেন করিনা? জেল্লা ধরে রাখতে মেনে চলুন বেবোর রুটিন
উঁকি মারছে খুদে দুই পা, ছেলের জন্মের পর কী পোস্ট করলেন পরমব্রত?
কঠোর ডায়েট নয়, এই নিয়ম মানলে আপনিও ভূমির মতো ৩৫ কিলো ওজন কমাতে পারেন