5 September 2023

BY- Aajtak Bangla

সবুজ বিকিনিতে উষ্ণতা বাড়াচ্ছে নুসরত, ঘুম উড়েছে নেট দুনিয়ার

টলিউডের বিতর্কিত নায়িকাদের মধ্যে অন্যতম নুসরত জাহান। তাঁকে নিয়ে প্রায়ই কোনও না কোনও বিতর্ক তৈরি হতে থাকে।

কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয়। ফটোশ্যুট থেকে ব্যক্তিগত জীবনের খুশির মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।

তবে এবার যে ছবিগুলি শেয়ার করলেন অভিনেত্রী, তা দেখে ঘাম ঝরছে নেটিজেনদের।

হলুদ আর নিয়ন কম্বিনেশনের বিকিনির উপর নেটের টপে দেখা যাচ্ছে নুসরতকে।

সাহসী অবতারে বরাবরই সাবলীল নুসরত। এবারেও নেট দুনিয়ায় উষ্ণতার পারদ চড়ালেন তিনি।

বৃষ্টিমুখর দিনে নুসরতের অদায় রীমিমতো তপ্ত নেটপাড়া। ছিপছিপে গড়নে ব্রালেট আর বিকিনি টপে নুসরতের দিক থেকে যেন চোখ সরছে না ভক্তদের।

তবে এই প্রথম নয়, এর আগেও নুসরতকে সাহসী অবতারে ছবি দিতে দেখা গিয়েছে।

এর জন্য তাঁকে ট্রোলের মুখেও পড়তে হয়েছে। তবে এইসব থেকে দূরে থাকতেই পছন্দ করেন অভিনেত্রী।

এই মুহূর্তে যশের সঙ্গে আগামী ছবি মেন্টালে অভিনয় করছেন।

নুসরত প্রায়ই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার কেন্দ্রে থাকেন।