27 JULY, 2023
BY- Aajtak Bangla
নুসরতকে প্রেম নিবেদন যুবকের, দিলেন বিয়ের প্রস্তাব
তারকাদের মন জিতে নিতে কত কিছুই না করে অনুরাগীরা।
কেউ ফুল পাঠান, কেউ বা রক্ত দিয়ে চিঠি লেখেন। এছাড়াও বিভিন্ন উপহার তো থাকেই।
তবে নুসরত জাহানের এক অনুরাগী যা করলেন, তা দেখে হতবাক নায়িকাও।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করেন নুসরত।
ক্যাপশন দেখেই নেটিজেনদের মধ্যে হইচই পড়ে গেছে। একজন মন্তব্য করেছেন, ‘হঠাৎ কি হল, কোন ব্যথার কথা বলছেন?’
অন্য একজন সরাসরি নুসরতকে প্রেম নিবেদন করে বসলেন। শুধু প্রেমই নয়, তাঁকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘বিয়ে করবেন আমায়?’
সম্প্রতি অনুরাগীদের চমকে দিয়ে ছবির ঘোষণা করেন তারকা দম্পতি। সিনেমার নাম - 'মেন্টাল'।
অপরাধীদের দমন করতে পুলিশের ভূমিকায় যশ কেমন চমক দেন সেটাই দেখার অপেক্ষায় অনুরাগীরা।
Related Stories
পুলে জলকেলি নুসরতের, গরমেও ঘাম ঝরবে জিতের নায়িকাকে দেখে
TRP আসলে কী? মেগা সিরিয়ালের দর্শকদের জানা উচিত
অন্তরঙ্গ দৃশ্যে স্বাচ্ছন্দ্য নয় করিনা, কারণ জানালেন নিজেই
জমজমাটি সরস্বতী পুজো টলিপাড়ায়, কে কেমন সাজলেন?