25 APRIL, 2025
BY- Aajtak Bangla
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-এর বৈসরণ উপত্যকায় সন্ত্রাসবাদী হামলা ঘটে ২২ এপ্রিল। এর পর গোটা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় ২৬ জন পর্যটকের। গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বহু। জঙ্গিদের ধরতে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে।
পহেলগাঁওয়ে হামলাকারী সন্দেহভাজন জঙ্গিদের নাম ও ছবি প্রকাশ্যে আসে বুধবার। নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছে জম্মু ও কাশ্মীর সরকার।
সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে আলোচনার বিষয়বস্তু মূলত একটাই, পহেলগাঁওতে জঙ্গি হামলা।
গত মঙ্গলবার রাতে স্বপ্নের কাশ্মীর যেভাবে রক্তাক্ত হয়ে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে, তাতে মর্মাহত সকলে। বাকরুদ্ধ তারকাও। নেটমাধ্যমে অনেকেই শেয়ার করছেন নিজেদের অনুভূতি।
অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রও কাশ্মীরের স্মৃতিচারণ করেছেন। গত বছর স্বামী তথা পরিচালক রাতুল মুখোপাধ্যায়ও ছেলের সঙ্গে কাশ্মীরে গিয়েছিলেন রূপাঞ্জনা।
নিজের সোশ্যাল পেজে কাশ্মীর ভ্যাকেশনের কিছু লেন্সবন্দি মুহূর্ত শেয়ার করে রূপাঞ্জনা।
নেটমাধ্যমে শোক প্রকাশ করেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সংবাদমাধ্যমকে তিনি বলেন, "গত বছর মাকে সঙ্গে নিয়ে সোনমার্গ গিয়েছিলাম। ভীষণ সুন্দর জায়গা।"
"এই ঘটনার পর তো যে, কোনও টুরিস্ট স্পট ঘিরেই এরকম আতঙ্কের পরিবেশ তৈরি হতে পারে। নিজেদের দেশে আমরা কি নিরাপদ?"
গত বছর সেপ্টেম্বর মাসে জন্মদিনের সময় কাশ্মীরে গিয়েছিলেন ইমন চক্রবর্তী। সেই মধুর স্মৃতিচারণ করেছেন শিল্পী।