20 January 2024

BY- Aajtak Bangla

তৃতীয় বিয়ে শোয়েব মালিকের, কে এই সানা?

পাক অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন শোয়েব মালিক। সানা পাকিস্তানের জনপ্রিয় শিল্পী। বিয়ে করে চমকের দিয়েছেন শোয়েব।

শোয়েব মালিকের সঙ্গে বিয়ের পর সানা জাভেদও ইনস্টাগ্রামে নাম পরিবর্তন করেছেন। এখন তিনি সানা জাভেদ থেকে 'সানা শোয়েব মালিক' হয়েছেন।

তৃতীয়বার বিয়ে করেছেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন শোয়েব মালিক।

পাকিস্তানের তারকা সানা জাভেদকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন পাক অলরাউন্ডার।

গত কয়েকদিন ধরে সানিয়া মির্জা ও শোয়েব মালিকের মধ্যে বিবাহবিচ্ছেদ নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছিল।

সম্প্রতি সানিয়ার একটি পোস্ট বেশ আলোচনা হয়, যেখানে তিনি লিখেছেন, 'বিয়ে এবং বিবাহ বিচ্ছেদ দুটোই কঠিন।'

এক বছর আগে শোয়েব বলেছিলেন, প্রতিটি বিয়েতেই উত্থান-পতন থাকে। কিন্তু এর মানে এই নয় যে সম্পর্ক শেষ।

গত কয়েক মাস ধরে একসঙ্গে দেখা যায়নি সানিয়া মির্জা ও শোয়েব মালিককে। এ কারণেই তাদের সম্পর্ক নিয়ে বহুবার গুঞ্জন উঠেছিল।

টেনিস তারকা সানিয়া মির্জা এবং পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক ১২ এপ্রিল ২০১০ হায়দরাবাদে বিয়ে করেন।

তবে সানিয়া ও শোয়েবের ডিভোর্স হয়েছে কি না, তা নিয়ে আলোচনা হলেও, এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।