4 May 2025
BY- Aajtak Bangla
তিন তিনটি মেগাহিট সিজনে মুগ্ধ দর্শকরা। সকলেই অপেক্ষায় কবে আসবে পঞ্চায়েতের সিজন ৪।
সিরিজের ৫ বছর উপলক্ষে নির্মাতারা ঘোষণা করেছিলেন ‘পঞ্চায়েত সিজন ৪’-এর মুক্তির তারিখ।
সামনে এল সিরিজের টিজার। এবার ফুলেরা গ্রামে ভোটপর্ব। ভূষণ বনাম প্রধানজির হাড্ডাহাড্ডি লড়াই।
বিধায়কের সঙ্গে হাত মিলিয়ে গ্রামের প্রধানজির বিরুদ্ধে লড়াই করবে ভূষণ। ফুলেরায় কার রাজ চলবে?
একদিকে, প্রধানজি এবং মঞ্জু দেবী সারা গ্রামে লাউ বিতরণ করছেন, অন্যদিকে, ভূষণও তৈরি হচ্ছে ভোটের ময়দানের লড়াইয়ের জন্য।
তারই মাঝে ফুলেরার পঞ্চায়েত অফিসের সামনের ট্যাঙ্কির কাছে চুপিসারে দেখা সেরে নিচ্ছেন সচিবজি আর রিঙ্কি
এবারের পঞ্চায়েতে সচিবজি আর রিঙ্কিকে চুটিয়ে প্রেম করতে দেখা যাবে।
অ্যামাজন প্রাইমের এই সিজনের অপেক্ষায় রয়েছেন সকলে। প্রশ্ন একটাই কবে ভোট দেবে ফুলেরা গ্রাম?
আগামী ২ জুলাই অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত পঞ্চায়েত সিজন-৪