2 February, 2024
BY- Aajtak Bangla
ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ৩২ বছর বয়সেই মারা গেলেন পুনম পান্ডে।
তাঁকে নিয়ে রয়েছে প্রচুর বিতর্ক। ২০১১ সালে পুনম বিতর্কের কেন্দ্রে চলে আসেন তিনি।
সেই বছর ক্রিকেট বিশ্বকাপের সময় তিনি বলেন, ভারত বিশ্বকাপ ক্রিকেটে জয়ী হলে তিনি প্রকাশ্যে নগ্ন হবেন।
তবে এই ঘটনা এরপরেও ঘটেছে। ২০১১ সালে তাঁকে রোখা গেলেও পরের বছর সোশ্যাল মিডিয়ায় নগ্ন ছবি পোস্ট করেন পুনম।
IPL-এর পঞ্চম মরসুমে KKR চ্যাম্পিয়ন হওয়ার পরে সত্যিই বিবস্ত্র হন পুনম।
ট্যুইটারে (এখন এক্স) ছবি পোস্ট করেছিলেন পুনম। সেখানে তাঁকে নগ্ন অবস্থায় দেখা যায়।
মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করলেও বেশকিছু ছবিতেও কাজ করেছেন তিনি।
তবে বারেবারেই বিতর্কে জড়িয়েছেন তিনি। ২০১৩ সালে ‘নশা’ ছবিতে অভিনয় করেন পুনম।
হিন্দির পাশাপাশি কন্নড়, ভোজপুরী এবং তেলুগু ছবিতেও অভিনয় করেছেন তিনি।
সার্ভিক্যাল ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত বলিউডের এই মডেল অভিনেত্রী। শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।