28 June, 2023
বিশ্ব কাঁপানো ব্রিটিশ এজেন্ট ০০৭-এর চলচ্চিত্র যাত্রা শুরু প্রথম বন্ড ফিচার ফিল্ম ‘ডক্টর নো’ দিয়ে সেই ১৯৬২ সালে।
স্কটল্যান্ডীয় অভিনেতা শন কনারির হাত ধরে শুরু হয় 'জেম্স বন্ড' সিরিজের একের পর এক অ্যাকশন থ্রিলার ছবির। এই সিরিজের প্রথম 'জেম্স বন্ড' শন কনারি আর শেষ বন্ড ড্যানিয়াল ক্রেগ।
তবে জানেন কী 'বন্ড' সিরিজের ৬১ বছরের দীর্ঘ যাত্রাপথে এখনও পর্যন্ত ৭ জন অভিনেতা এজেন্ট ০০৭-এর চরিত্রে অভিনয় করেছেন? দেখে নিন এখনও পর্যন্ত ৭ জন 'জেম্স বন্ড' অভিনেতাকে।
এ কথা প্রায় সকলেই জানি যে, শন কনারি হলেন 'জেম্স বন্ড' সিরিজের প্রথম এজেন্ট ০০৭। তিনি ১৯৬২ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত এবং ১৯৭১ থেকে ১৯৮৩ সাল মিলিয়ে মোট ৭টি ছবির 'জেম্স বন্ড'।
শন কনারির পর ১৯৬৭ সালে 'ক্যাসিনো রয়াল' ছবিতে 'জেম্স বন্ড'-এর ভূমিকায় অভিনয় করেছিলেন ব্রিটিশ অভিনেতা ডেভিড নিভেন। যদিও ছবিটি বিশেষ জনপ্রিয়তা পায়নি।
এর পর ১৯৬৯ সালে 'অন হার ম্যাজেস্টিস সিক্রেট সার্ভিস' ছবিতে 'জেম্স বন্ড'-এর ভূমিকায় অভিনয় করেন অস্ট্রেলীয় অভিনেতা জর্জ ল্যাজেনবি। ছবিটি ফ্লপ হয়েছিল।
শন কনারির পর এই সিরিজের দ্বিতীয় জনপ্রিয় 'এজেন্ট ০০৭' ব্রিটিশ অভিনেতা রজার মুর। শন কনারির মতো তিনিও ১৯৭৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত মোট ৭টি ছবিতে 'জেম্স বন্ড' হয়েছিলেন।
ব্রিটিশ অভিনেতা টিমোথি ডাল্টন ১৯৮৭-তে 'দ্যা লিভিং ডেলাইটস' আর ১৯৮৯ সালে 'লাইসেন্স টু কিল' এই দু'টি ছবিতে 'জেম্স বন্ড'-এর ভূমিকায় অভিনয় করেন।
এর পর ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত আইরিশ অভিনেতা পিয়ার্স ব্রেন্ডন ব্রসনন মোট ৪টি ছবিতে 'জেম্স বন্ড' হয়েছিলেন। এই চরিত্রে তিনি বিশ্বজুড়ে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন।
২০০৬ থেকে ২০২১ সাল পর্যন্ত 'জেম্স বন্ড' সিরিজের মোট ৫টি ছবিতে এজেন্ট ০০৭-এর ভূমিকায় দেখা গিয়েছে ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেগকে। তার পর এখনও পর্যন্ত কোনও এই সিরিজের নতুন কোনও ছবি তৈরি হয়নি।