08 JUNE, 2023
BY- Aajtak Bangla
বাঙালি কী কী পদ খেতে পছন্দ করেন প্রসেনজিৎ?
ষাট পেরোলেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখে বোঝার উপায় নেই। কী খান বুম্বাদা?
একটি অনুষ্ঠানে নিজের পছন্দ-অপছন্দের খাবার শেয়ার করলেন প্রসেনজিৎ
আর পাঁচজনের মতোই বুম্বাদা মাছে - ভাতে বাঙালি। খাদ্যরসিকও।
বুম্বাদার সবথেকে প্রিয় তিনটি খাবার - আলু ভাজা, ডাল এবং আলু পোস্ত।
শুক্ত খেতে ভালবাসেন প্রসেনজিৎ। সেই সঙ্গে শুক্ত যে করলা দিয়ে রান্না হয়, তা-ও বোঝালেন অবাঙালি অ্যাঙ্করকে।
বুম্বাদা জানালেন. বিরিয়ানি , তেলেভাজা এবং শিঙাড়া খেতেও খুব ভালবাসেন।
মাছ ছাড়া বাঙালির খাবার জমে না। বিশেষ করে ইলিশের নানা পদ পছন্দ তাঁর।
বাজারে গিয়ে আর মাছ কেনা হয়ে ওঠে না। তবে কানকো দেখে তাজা মাছ চেনার উপায় বাতলে দিলেন বুম্বাদা।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখন ব্যস্ত অভিনেতা। টলিউডে একাধিক ছবি তো বটেই হিন্দি ওটিটি-তেও দেখা যাচ্ছে তাঁকে।
Related Stories
বাচ্চার উচ্চতা নিয়ে টেনশনে? হাইট বাড়ানোর সেরা টিপস এটা
উঁকি মারছে খুদে দুই পা, ছেলের জন্মের পর কী পোস্ট করলেন পরমব্রত?
মা না বউ, কাকে বেশি ভয় পান অভিষেক? রহস্য ফাঁস বোনের
লাল শাড়ি-সিঁদুরে রাঙা, চুপিসারে শুভকাজ সারলেন মধুমিতা?