20 JULY, 2023

BY- Aajtak Bangla

শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতও রবি ঠাকুরের লেখা? সত্যিটা হল...

বাংলা সাহিত্যকে বিশ্বসাহিত্যের রূপ দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।

দক্ষিণ এশিয়া ছাড়িয়ে রবীন্দ্রনাথের ব্যপ্তি গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল তাঁর জীবিত অবস্থাতেই।

আমরা সকলেই জানি ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।

কিন্তু অনেকেই হয়তো জানেন না, শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতেও কবিগুরুর অবদান আছে। 

আসলে কবিগুরুর বিশ্বভারতী শান্তিনিকেতনে পড়তেন এক শ্রীলঙ্কার ছাত্র, নাম - আনন্দ সমারাকুন্দ।

পরবর্তীকালে সেই ছাত্রই রবীন্দ্রনাথের অনুপ্রেরণায় রচনা করেন শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত 'নমঃ নমঃ মাতা'।

কিন্তু অনেকেই ভাবেন শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতও নাকি রবি ঠাকুরের রচনা। আসলে গানটি ওঁর রচনা নয় বরং ওঁর অনুপ্রেরণায় লেখা।

আনন্দ সমারাকুন্দ নিজে কবিগুরুর এই অনুপ্রেরণার কথা স্বীকার করেছেন।

আর ঠিক এই ভাবেই কবিগুরুর অবদান রয়েছে ৩ দেশের জাতীয় সঙ্গীত রচনায়।