BY- Aajtak Bangla
11 April 2024
হুগলিতে প্রচারের শুরুতেই ধোঁয়া-ধোঁয়া মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়।
হুগলিতে এবার তৃণমূলের তারকা প্রার্থী রচনা। প্রথমবার ভোটের ময়দানে লড়ছেন তিনি।
হুগলিতে প্রচারের শুরুতে রচনা বলেছিলেন, 'আমি যখন এলাম, তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া। অন্ধকার রাস্তাঘাট। শুধু ধোঁয়াই বেরোচ্ছে। এত কারখানা হয়েছে। তা হলে কী করে বলছেন যে, কারখানা হয়নি। কারখানা তো হচ্ছে। আরও কারখানা হবে।'
রচনার সেই মন্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে যায়। যা নিয়ে বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয় রচনাকে।
ইদের সকালে এবার সত্যি সত্যি ধোঁয়া দেখালেন রচনা। শেয়ার করলেন ভিডিয়ো। দেখে নিন...
রচনার পরনে হলুদ রঙের সালোয়ার কামিজ। চোখে চশমা। দূরে একটি চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছে। তার সামনে দাঁড়িয়ে ভিডিয়োতে রচনা বললেন, 'আমাদের হুগলির ধোঁয়া।'
তৃণমূলের তারকা প্রার্থী আরও বললেন, 'যে ধোঁয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি, এটা সেই ধোঁয়া। এটা সিগারেট-বিড়ির ধোঁয়া নয়। এটা হচ্ছে মেশিনের ধোঁয়া।'
এরপরই 'দিদি নং ১' বলেন, 'এবার আপনারা কী বলেন, সেটা শোনার অপেক্ষায় রইলাম।'