23 September, 2023
BY- Aajtak Bangla
শোনা যায়, লন্ডন স্কুল অফ ইকনমিক্সে পড়ার সময় তাদের বন্ধুত্বের সূত্রপাত ঘটে।
তবে প্রেমের সূত্রপাত হয় যখন পঞ্জাবে অভিনেত্রী পরিণীতি চোপড়ার একটি সিনেমার শুটিং চলাকালীন তার সঙ্গে কর্মসূত্রে আসা আপ নেতা রাঘব চড্ডার দেখা হয়।
মুম্বাইের এক নামী রেস্তোরাঁতে লাঞ্চ ও ডিনার ডেটে পাপারাতজিদের ক্যামেরাতে ধরা দেয় পরিনীতি চোপড়া ও রাঘব চড্ডা।
আবারও ফ্যাশান ডিজাইনার মনীশ মলহোত্রার বাড়ির বাইরে পাপারাতজিদের ক্যামেরাবন্দী হয়েছে রাঘব - পরি।
তখন থেকে তাদের বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়েছিল।
অবশেষে তারা এই বছরের ১৩ই মে তাদের বাগদান সম্পন্ন করে।
পরিবার ও বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়েই নিউ দিল্লীর কাপুরথলা হাউসে তাদের বাগদান সম্পন্ন হয়।
শোনা যায়, ডিজাইনার মনীশের তৈরি করা পোশাক পরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে তারা।
২৪ শে সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে তাজ লেক প্যালেস ও লীলা প্যালেসে তাদের বিবাহ সম্পন্ন হতে চলেছে।