BY- Aajtak Bangla

মুক্তি পেল 'আবার প্রলয়', কী বলছেন শাশ্বত? জেনে নিন

13 AUGUST, 2023

১০ বছরের অপেক্ষার ইতি। মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি 'আবার প্রলয়'।

১১ অগাস্ট ওটিটি প্ল্যাটফর্ম Zee5 এ মুক্তি পেল দীর্ঘ প্রতীক্ষিত এই ছবি। রয়েছে মোট ১০ এপিসোড।

ছবির পরিচালক ও প্রযোজক রাজ চক্রবর্তী। মূল চরিত্রে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়।

সম্প্রতি শাশ্বতকে এই ছবির বিষয়ে জিজ্ঞেস করাতে বললেন অনেক অজানা কথা।

উনি বললেন - বিগত ১০ বছরে এই ধরনের চরিত্রে আমাকে কেউ ভাবেনি। এটা একমাত্র রাজের পক্ষেই সম্ভব। রাজ অনেক কিছু ভাবতে পারে।

আরও বললেন, সুন্দরবনে শুটিং করে বেশ খোশ মেজাজেই আছেন। খুব ভালো লেগেছে ওখানকার পরিবেশ।

এর সাথে এটাও বললেন এখন তিনি অনেক বাছাই করে সিনেমা করবেন।

তিনি বললেন যে ছবিতে অনিমেষ দত্ত ও বিনোদ বিহারীর চরিত্রটার ডিমান্ড প্রচণ্ড বেশি ছিল।

ছবির মূল প্রসঙ্গ 'চাইল্ড ট্রাফিকিং' যা সমাজে আজও চলছে এবং এটি একটি জঘন্য অপরাধ।