16 June, 2023
BY- Aajtak Bangla
পুলের মধ্যে ঋতাভরীর হট বোল্ড লুক VIRAL
নেটিজেনরা জলপরী বলে সম্বোধন করলেন তাকে।
এর আগেও একাধিকবার লোকের দিল জিতেছেনঅভিনেত্রী।
বোল্ড রূপে উষ্ণতা বাড়াচ্ছেন ঋতাভরী।
অনেকে লিখেছেন, ওনাকে জলপরীর মত দেখতে লাগছে।
পড়াশোনা করতে করতেই অভিনয় জগতে পা রাখেন।
অভিনেত্রীর প্রথম সিরিয়ালের নাম ওগো বধূ সুন্দরী। দুষ্টু মিষ্টি ললিতার বেশে নজর কেড়েছিলেন ঋতাভরী চক্রবর্তি।
সিনেমার জগতে পা রাখেন দেবজিৎ ঘোষ পরিচালিত তবুও বসন্ত ছবির মাধ্যমে।
সাম্প্রতিক তাঁর নতুন ছবি হচ্ছে আবির চ্যাটার্জি অভিনীত ফাটাফাটি।
তিনি বাংলার পাশাপাশি, হিন্দি সিনেমা জগতে বেশ ভালো ভাবেই পরিচিত।
Related Stories
কঠোর ডায়েট নয়, এই নিয়ম মানলে আপনিও ভূমির মতো ৩৫ কিলো ওজন কমাতে পারেন
লাল শাড়ি-সিঁদুরে রাঙা, চুপিসারে শুভকাজ সারলেন মধুমিতা?
রবীন্দ্রনাথ ঠাকুরের আসল পদবী কী? ৯৯ শতাংশ শিক্ষিতরাই জানে না
গরমে এসির ভেতরেও ঢুকে পড়ে সাপ! কী করবেন?