BY- Aajtak Bangla
21 January, 2024
মুম্বইয়ের এক রেস্তোরাঁর রেড কার্পেটে দেখা গেল একঝাঁক বলিউড তারকাদের।
তবে সকলের মধ্যে নজর কেড়েছেন রিয়া সেন ও সায়নী গুপ্ত। এই দুই বাঙালি কন্যার স্টাইল ছিল সকলের চেয়ে আলাদা।
এই রেড কার্পেট অনুষ্ঠানে রিয়া পরেছিলেন মেরুন রঙের ন্যুডল স্ট্রাইপ লং গাউন। চুল ছিল খোলা এবং মানানসই মেকআপ।
রিয়ার এই ছবি দেখে তাঁর থেকে চোখ সরানো মুশকিল। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়তেই দিলেন পোজ।
অপরদিকে নেটদুনিয়ার পারদ বাড়িয়ে দিলেন আর এক বাঙালি কন্যা সায়নী গুপ্ত।
কমলা রঙের অফ শোল্ডার গাউনে তিনি একেবারে সাহসী অবতারে হাজির হয়েছিলেন। হাসুমিখে ছবিও তুললেন।
রিয়া ও সায়নী ছাড়াও দেখা গেল বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও তাঁর গার্লফ্রেন্ডকে।
অর্জুন ও তাঁর গার্লফ্রেন্ডের সঙ্গে ছবি তুলতে দেখা গেল সায়নী গুপ্তকে।
মুম্বইয়ের সান্তাক্লজে এই রেস্তোরাঁর উদ্বোধন হয়। যেখানে বলিউডের তারকাদের দেখা গিয়েছে।