BY- Aajtak Bangla
16 January 2025
অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম বলি তারকা সইফ আলি খান।
বুধবার গভীর রাতে বান্দ্রায় সইফ বাড়িতে ঢোকে কয়েক জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। ছুরি নিয়ে সইফের উপর দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ।
ছুরির ঘায়ে জখম হয়েছেন সইফ। তাঁর শরীরের ৬ জায়গায় কোপানো হয়েছে। এর মধ্যে ২টি ক্ষত গভীর। কী উদ্দেশ্যে হামলা, তা এখনও স্পষ্ট নয়।
বলি তারকা সইফ আলি খানের অস্ত্রোপচার করা হল। সাইফের নিউরো সার্জারি করা হয়েছে। ।
তাঁর শরীর থেকে ২-৩ ইঞ্চি লম্বা একটি ধারালো বস্তু বার করা হয়েছে। ওই ধারালো বস্তুটি ছুরির অংশ বলে জানা যাচ্ছে। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসা চলছে অভিনেতার। . .
তাঁর কসমেটিক সার্জারিও করা হবে। সাইফের ঘাড় ও মেরুদণ্ডের কাছে গুরুতর চোট রয়েছে বলে জানা গিয়েছে। . .
লীলাবতী হাসপাতালের সিওও চিকিৎসক নীরজ উত্তমনি জানিয়েছেন, ভোর রাত সাড়ে ৩টে নাগাদ জখম অবস্থায় সইফকে হাসপাতালে আনা হয়। . .
৬টি কোপের মধ্যে ২টি কোপে গভীর ক্ষত তৈরি হয়েছে। সইফের মেরুদণ্ডের কাছে ১টা কোপানো হয়েছে।
সূত্রের খবর, সইফের বাড়িতে বাচ্চাদের ঘরে হামলার ঘটনা ঘটেছে। কীভাবে হামলাকারীরা সইফের বাড়িতে ঢুকল, তার তদন্ত শুরু করেছে পুলিশ।